আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
121 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আলাইকুম
আমার প্রশ্নঃ রমাদানে ইফতারের আগে পড়ে অনেকে 'ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগ ফিরলি'এই দোয়ার দলিল সহিহ নাকি জঈফ হাদিস।

ইফতারের পূর্বে দোয়া করার হাদিস সহিহ।কিন্তু এই দোয়াটার কথা আলাদা ভাবে বলে অনেকে।অনেকে বল্লে তো হবে না রাসূল(সা) করেছেন সেটার দলিল লাগবে।তাই এটা নিয়ে বিচলিত হয়ে ছিলাম

আরেকটা প্রশ্নঃতাব্লিগের আখেরি মুনাজাত  এর বিষয় জাানতে চাই


আসসালামু আলাইকুম

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
হাদীস শরীফে এসেছেঃ
  
عن الحارث بن عبيدة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إن لكل صائم دعوة، وإذا أراد أن يفطر فليقل عند أول لقمة: يا واسع المغفرة اغفر لي».
تخريجه:
رَوَاهُ القضاعي فِي مسند الشهاب (رقم959)، والشجري فِي أماليه (1/ 281) من طَرِيْقِ ابن المبارك فِي الزهد (رقم1387) ثنا بقية بن الوليد، ثنا الحارث بن عبيدة به.
الحكم عليه:
إسناده واهٍ جداً ..
الحارث بن عبيدة الحمصي: ضعيف، وروايته عن صغار التابعين.
সারমর্মঃ
হারেছ বিন উবায়দাহ থেকে বর্নিত,রাসুলুল্লাহ সাঃ বলেন,নিশ্চয়ই প্রত্যেক রোযাদারের জন্য দোয়া আছে।যখন সে ইফতার করবে,তখন প্রথম লোকমা খাওয়ার সময় বলবেঃ
يا واسع المغفرة اغفر لي».

হুকুমঃ উক্ত হাদীস মারাত্মক দূর্বল। জয়ীফ। 

البيهقي في(شعب الإيمان: 3/407) روى من طريق عبد العزيز بن أبي روّاد،  عن نافع قال ابن عمر: كان يقال إن لكل مؤمن دعوة مستجابة عند إفطاره إما أن يعجل له في دنياه أو يدخر له في آخرته،  قال: فكان ابن عمر رضي الله عنهما يقول عند إفطاره: يا واسع المغفرة اغفر لي.
সারমর্মঃ
নিশ্চয়ই প্রত্যেক মুমিনের দোয়া ইফতারের সময় কবুল হয়,হয়তোবা সেটি তাকে দুনিয়াতেই তারাতাড়ি দেয়া হয়,বা আখেরাতের জন্য জমা করে রাখা হয়।
ইবনে ওমর রাঃ ইফতারের সময় বলতেনঃ
  : يا واسع المغفرة 


★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত হাদীস গুলি জয়ীফ।

(০২)
উক্ত আখেরী মুনাজাত দ্বীনের কাজ বা আবশ্যকীয় কিছু মনে না করে আকীদা বিশুদ্ধ রেখে করা যাবে।

দ্বীনের কাজ বা আবশ্যকীয় কিছু মনে করলে তাহা বিদ'আত হবে।

আরো জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...