আমার পরিচিত বোনেরা রমাদানের একটি রাতে এক বোনের বাসায় সবাই একত্র হওয়ার আয়োজন করেছে। ওইখানে সবাই একসাথে রাত জেগে ইবাদত করবে(সালাত, কুরআন তিলাওয়াত, ইসলামি আলোচনা)। আমি জানতে চাচ্ছিলাম এইরকমভাবে একত্র হয়ে রমাদানের রাতে ইবাদত করার কোনো ভিত্তি আছে কিনা? আমার জন্য এইখানে শরিক হওয়া বৈধ হবে কিনা?