আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
বিয়ে সম্পর্কে মাসয়ালা জানতে চাই।
গত ৪ বছর যাবৎ একটা হারাম রিলেশনশিপে ছিলাম। খুব অপ্রাপ্ত বয়সেই সম্পর্কের শুরু। সেই সময় আমাদের বয়স ছিল ১৪ বছর, ভালো, মন্দের জ্ঞান ছিল না বললেই চলে। কয়েকমাস আগে দ্বীনের বুঝ আসতেই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেই। এরপর ফোনে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু পরে আবার নানা কারণে, নিজের নফসের হেফাজতে গাফিলতির কারণেই মূলত কথা হয় আমাদের।
আমাদের দুইজনেরই পূর্নাঙ্গ দ্বীনের পথে চলার ইচ্ছা আছে ইং শা আল্লহ্। কিন্তু যেনাহ্ থেকে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও যেনাহ্ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিয়ে করে নেয়া প্রয়োজন । আমাদের দুইজনেরই পরিবার অল্প ধার্মিক। এত তাড়াতাড়ি মাত্র ১৮ বছর বয়সে আমাদের পরিবার এ বিয়ে মেনে নিতে চায় না। আমাদের সম্পর্কের ব্যপারে তারা জানে এবং আমাদের বলেছে, ক্যারিয়ার গড়তে। এক্ষেত্রে সে চাইছে লুকিয়ে বিয়ে করে রাখতে এবং সবার থেকে বিষয়টি গোপন করে রাখতে এবং ক্যারিয়ার গড়ার পরে সবার মতামত নিয়ে আবার বিয়ে করতে এবং এই প্রথম বিয়ের ব্যাপারে সবাইকে অনবগত রাখতে। এ বেপারে আমার আপত্তি রয়েছে। আমি চাই না আমাদের কোনো ভুলের জন্য আমাদের মা-বাবা কষ্ট পাক, আর আল্লাহ্ তায়ালা অসন্তোষ্ট হোক। আমি চাই আর ১,২ বছর পর যখন পরিবারের চোখে কিছুটা প্রাপ্ত বয়স্ক হব এবং প্র্যাকটিসিং মুসলিমাহ হিসেবে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুটা গড়ে তুলতে পারব ওই সময় সবাইকে জানিয়ে তাদের সম্মতি নিয়ে বিয়ে করতে।
এদিকে আমাদের দুইজনের মধ্যে এটা নিয়ে মতামত এর ভিন্নতা আসছে। ইসলামি শরিয়াহ আনুযায়ী যেটা সঠিক আমরা সেটাই করতে আগ্রহী। এখন আমাদের কি করা উচিত এ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ চাই।