১) কিছু দিন আগে আমি আপনাদের এখানে একটা প্রশ্ন করেছিলাম। তা নিম্নরুপঃ
,"কিছুদিন আগে আমি এমন অবস্থায় পড়েছিলাম যে আমার পরাশুনা ছেড়ে না দিলে শিরক হবে। আমি পরাশুনা ছেড়ে দেই নি।
অর্থাৎ শিরক করেছি।
এখন যদি আমি সব শিরকের জন্য তাওবা করি,তবে কি আমি পরাশুনা চালিয়ে যেতে পারব?"
আপ্নারা বলেছিলেন যে হ্যা। তাওবা করে পরাশুনা চালিয়ে যাওয়া যাবে।
কিন্তু প্রশ্ন করার সময় আমার মেনটালিটি ছিল যে, যেভাবেই হোক আমাকে পরাশুনা চালিয়ে যেতেই হবে।চাই শিরক হোক বা না হোক।
মানে পরাশুনা যাতে চালিয়ে যেতে পারি,সে জন্যই আপনাদেরকে ফাতওয়া জিজ্ঞেস করেছিলাম।
এখন আমি সেই মেনটালিটি থেকে ফিরে এসেছি।
এখন কি আমি ওই ফাতওয়া অনুযায়ী আমল করতে পারব??
২)আমি আমার গার্লফ্রেন্ড কে অনেক ভালোবাসি। কখনো কোন কষ্ট দিতে চাই না।এখন আমার সন্দেহ হচ্ছে যে,যদি কখনো এমন অবস্থা হয় যে তাকে গালি দিলে শিরক হবে,আমি তখন গালি দিতে পারব কি না।(যদিও এখনো সেরকম পরিস্থিতি সৃষ্টি হয় নি।তবে আমার সন্দেহ হচ্ছে যে গালি দিতে পারব কি না)
এখন আমি কি করব?
নিজের মন কে বুঝাব যে আল্লাহর জন্য আমি গার্লফ্রেন্ড কে গালি দিতে পারব?
নাকি ওকে এখন গালি দিব?
৩)বেশ কিছু দিন আগে এমন একটা অবস্থায় পড়েছিলাম যে আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে না দিলে শিরক হবে। সে মন খারাপ করবে এই আশঙ্কায় আমি তাকে ছেড়ে দেই নি।
অরঅর্থাৎ শিরক করেছি।আরও বেশ কয়েকবার আমি একই কাজ করেছি।
এখন যদি আমি সব শিরকের জন্য তাওবা করি,তবে কি আমি ওই মেয়ে কে বিয়ে করতে পারব??
৪)শিরক না এমন কোন কিছু কে শিরক মনে করে দুনিয়াবি ফায়দা লাভ করাও কি শিরক?