বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
হাদীস শরীফে এসেছে-
عَنْ تَمِيمٍ
الدَّارِيِّ، عَنْ
رَسُولِ اللَّهِ
صلى الله
عليه وسلم
أَنَّهُ قَالَ
"
مَنْ قَالَ
أَشْهَدُ أَنْ
لاَ إِلَهَ
إِلاَّ اللَّهُ
وَحْدَهُ لاَ
شَرِيكَ لَهُ
إِلَهًا وَاحِدًا
أَحَدًا صَمَدًا
لَمْ يَتَّخِذْ
صَاحِبَةً وَلاَ
وَلَدًا وَلَمْ
يَكُنْ لَهُ
كُفُوًا أَحَدٌ
عَشْرَ مَرَّاتٍ
كَتَبَ اللَّهُ
لَهُ أَرْبَعِينَ
أَلْفَ أَلْفِ
حَسَنَةٍ "
.
قَالَ هَذَا
حَدِيثٌ غَرِيبٌ
لاَ نَعْرِفُهُ
إِلاَّ مِنْ
هَذَا الْوَجْهِ
.
وَالْخَلِيلُ بْنُ
مُرَّةَ لَيْسَ
بِالْقَوِيِّ عِنْدَ
أَصْحَابِ الْحَدِيثِ
.
قَالَ مُحَمَّدُ
بْنُ إِسْمَاعِيلَ
هُوَ مُنْكَرُ
الْحَدِيثِ .
কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ..... তামীম দারী রাদিয়াল্লাহু আনহু
থেকে বর্ণিত যে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে
ব্যক্তি এই কালিমাটি দশবার পাঠ করবে তার জন্য চল্লিশ লক্ষ নেকী লেখা হবে। কালেমাটি
হলঃ
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ إِلَهًا وَاحِدًا أَحَدًا صَمَدًا لَمْ يَتَّخِذْ صَاحِبَةً وَلاَ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
যঈফ,
যঈফা ৩৬১১, তিরমিজী হাদিস
নম্বরঃ ৩৪৭৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম তিরমিযী রহ. বলেন-
হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদীসবিদগণের কাছে খালিদ ইবন মুররা নির্ভরযোগ্য রাবী নন। মুহাম্মদ ইবন ইসমাঈল
বুখারী (রহঃ) বলেনঃ ইনি হাদীসের ক্ষেত্রে মুনকার।
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাদীসের
মান: যঈফ। তবে ফজিলত সংক্রান্ত হওয়ায় আমল করা যেতে পারে। এ ছাড়া হাদীসের মর্ম কুরআন দ্বারা প্রমাণিত। শুধু
চল্লিশ লাখের কথাটি ছাড়া।