বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
পবিত্র করার পদ্ধতিঃ
পবিত্রকরণ এর দিক দিয়ে নাজাসত আবার দুই প্রকারঃ
যথা-
(ক) দৃশ্যমান নাজাসত
(খ)অদৃশ্যমান নাজাসত
(ক)কাপড়ে প্রথম প্রকার তথা দৃশ্যমান নাজাসত লাগলে সেই নাজাসতকে দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে।এক্ষেত্রে নাজাসত দূর করতে ধৌত করার কোনো পরিমাণ নেই।যতবার ধৌত করলে নাজাসত দূর হবে ততবারই ধৌত করতে হবে।যদি একবার ধৌত করলে তা চলে যায় তবে একবারই ধৌত করতে হবে।
(খ)কাপড়ে দ্বিতীয় প্রকার তথা অদৃশ্যমান নাজাসত লাগলে, কাপড়কে তিনবার ধৌত করে তিনবারই নিংড়াতে হতে।এবং শেষ বার একটু শক্তভাবে নিংড়ানো হবে যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাহির না হয়। (ফাতাওয়ায়ে হাক্কানিয়া;২/৫৭৪,জা'মেউল ফাতাওয়া;৫/১৬৭) বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/118
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
কাপড় বা শরীরের যে জায়গায় নাজাসত লাগবে, শুধুমাত্র সেই স্থানকে ধৌত করে নামায পড়া যাবে।
(২)
জ্বী, তৃতীয়বার এমনভাবে নিংড়াতে হবে, যাতেকরে আর পানি বের না হয়।
(৩)
জ্বী,পাক হবে।
(৪)
যদি সঠিক ভাবে কাপড় ধৌত না হয়, তাহলে যথাসম্ভব পূর্বের নামাযকে আপনি দোহড়িয়ে নিবেন।