আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
348 views
in পবিত্রতা (Purity) by (29 points)
আসসালামু আলাইকুম উস্তাজ। সাধারণত আমি গোসল করার পরপরই ওযু করে নেই এবং তারপর ওয়াশরুম থেকে বের হই। কিন্তু আজ গোসলের আগে সালাত পড়ে নেয়ায় গোসল করেছি (সাধারণ গোসল, ফরজ গোসল নয়) কিন্তু ওযু করিনি৷ আমার মনে ছিল না আমি ওযু করিনি যেহেতু অভ্যাস হচ্ছে গোসলের সাথে সাথেই ওযু করে নেই। আমি গোসল থেকে বের হয়ে মুসহাফ বের করি এবং স্পর্শ করে পড়া শুরু করি। বেশ কিছু সময় পড়ার পর হঠাৎ মনে পড়ে আমি তো শুধু সাধারণ গোসল করেছিলাম ওযু করিনি।
এ কারণে এখন কি আমার গোনাহ হবে? যেহেতু ওযু ছাড়া বেখেয়ালে কুরআন স্পর্শ করেছি? আর যতটুকু অংশ পড়েছি ততটুকু কি কবুল হবে নাকি বাতিল হয়ে যাবে! জাযাকুমুল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (606,750 points)

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/6410 নং ফাতাওয়ায় বলেছি যে,
অজুতে তিনবার ধৌত করা অর্থ হল, প্রত্যেক ধৌত করার অঙ্গ সমূহকে নতুন পানি দ্বারা তিনবার ধৌত করা উদ্দেশ্য।
ওজুর নিয়মঃ-ওজুর কিছু ফরয(অত্যাবশ্যকীয় পালনীয়)  রয়েছে এবং কিছু সুন্নাত(অত্যাবশ্যকীয় নয় তবে সচরাচর রাসূলুল্লাহ সাঃ থেকে প্রমাণিত) এবং কিছু মুস্তাহাব(উত্তম ও ভালো)। এবং কিছু মাকরুহ রয়েছে যা বর্জনীয়।
ওজুর ফরয চারটি যথাঃ-
(১)
চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২)
দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩)
দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪)
মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ফরয গোসল বলেন আর সাধারণ গোসল বলেন, এদ্বারা পবিত্রতা অর্জন হয়ে যায়।অর্থাৎ সাধারণ গোসলেও যেহেতু মানুষ তার শরীরের সমস্ত অঙ্গকে ধৌত করে থাকে, তাই এখানে অজুর সমস্ত ফরয আদায় হয়ে যায়, সুতরাং সাধারণ গোসলের পর নতুনকরে পবিত্রতা অর্জনের কোনো প্রয়োজনিয়তা নাই, বরং এদ্বারা অজুর ফরয আদায় হয়ে পবিত্রতা অর্জন হয়ে যাবে। সুতরাং গোসলের পর অজু না করলেও কুরআন তিলাওয়াত করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...