আসসালামু 'আলাইকুম
১,স্ত্রী,বাবা মা,পরিবার আত্মীয় প্রতিবেশি প্রতি হক অধিকার কর্তব্য সম্পর্কিত বই পুস্তক এর নাম বলতে পারেন
২,আমার স্ত্রীকে বলেছি মাথা কয় বার মাসেহ কর অযুতে? সে বলে দুবার।(আগে একবার করত,তিনবার করতে বলার পর দুবার করে)। ত বললাম তিনবার কেন করনা বলল, 'বিরক্ত লাগে'। পরে বলল আলসেমি অর্থে বলেছে।এখানে তার কথা কি কুফুরি হয়েছে? ইমান নবায়ন করতে হবে?
৩,কেউ যদি বাড়ি থেকে বের হওয়ার সময় তালাকের নিয়তে স্ত্রীকে বলে আমি আসছি/'আমি চলে যাচ্ছি'/ 'আমি যাচ্ছি' তাহলে কি তালাক হবে?
৪,স্ত্রীর সাথে অনেক ঝগড়া হয়েছিল,পরে নামাজ পড়তে যাই,যাওয়ার সময় ভাবসিলাম একে তালাক দিতে হবে।পরে বাসায় এসে বিছানায় বসার সময় ও কাছে এসে স্যরি বলে তখন আমি 'সরো/যাও/সরে যাও এসব বলে সরিয়ে দিই।আমার নিয়াত তালাক ছিল কিনা জানিনা।তবে আমি তালাক দিতে চাইনি বলেই মনে হয়। এতে কি তালাক হবে
উল্লেখ্য আমি তালাক নিয়ে অনেক ওয়াসোয়াসায় থাকি