আসসালামু আলাইকুম
একজন মেয়ে ফেসবুকে এক ছেলের সাথে পরিচিত হয়। এবং এদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পুরুষ ছিল বিবাহিত, স্ত্রী ও একাধিক বাচ্চাও রয়েছে তার।
সবকিছুর পরও ঐ মেয়ে তাকে বিবাহ করতে চায়। মেয়ে তার পিতাকে জানালে তিনি অস্বীকৃতি জানায়।
এরপর মেয়ে এবং ছেলে নিজেরা নিজের ইচ্ছায় বিবাহ করে দুইপরিবারে কোন অভিভাবক ছাড়াই। এবং সেটা এক পার্কে বসেই করে। এমনকি পার্কের কয়েকজন দর্শনার্থী ডেকে সাক্ষী রাখে।
ছেলের ব্যাপারে বলি সে ছিল দরিদ্র, এবং সে প্রথম স্ত্রীর ভরণপোষণ যথাযথো ভাবে পূরণ রতে পারেনা। আবার মেয়ে কুমারী ভার্সিটিতে অধ্যয়নরত। মেয়ের বাবা মোটামুটি সম্পদশালী। এমনকি মহর হিসাবে ৫০হাজার টাকা নির্ধারণ করছে সেটা দিতেও সামর্থবান নয় সে। খাদ্য বস্ত্র বাসস্থান কোনোটাই দিকে সামর্থবান নয় ছেলেটা। বংশে ছেলেরা জেলে (শেখ) আর মেয়েরা চৌধুরী। এমতাবস্থায় দ্বিতীয় বিবাহ অভিভাবত ছাড়া সঠিক হয়েছে?