জবাবঃ-
(১)যেহেতু প্রথম স্বামী ২ তালাকের পর ৩ মাসের মধ্যে ফিরিয়ে নেয়নি।তাই তাদের মধ্যকার তালাকে বায়েন পতিত হয়েছে।তাদের বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।কিন্তু ২০২০ সালে জানুয়ারীতে আইনের জন্য যে লিখিত তালাকের কাগজ দিয়েছে,সেটা দ্বারা নতুন তালাক হবে না।কেননা ২০২০ এ তারা স্বামী-স্ত্রী নয়। যেহেতু তারা স্বামী স্ত্রী নয়,তাই এখন আর কোনো তালাক হবে না।সুতরাং সর্বমোট দুই তালাকই হয়েছে।তারা চাইলে এখনও আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।
(২)
জ্বী, প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে।
(৩+৪)
وأصله أن الزوج الثاني يهدم ما دون الثلاث عندهما فتعود إليه بالثلاث وعند محمد وزفر رحمهما الله لا يهدم ما دون الثلاث فتعود إليه بما بقي
ইমাম আবু হানিফা ও আবু ইউসুফ রাহ এর মতে,দ্বিতীয় স্বামী পূর্বের স্বামী কৃত তালাক যদি তিনের কমও হয়,তবেও সেটাকে সম্পূর্ণরূপে ধংশ করে দেয়।(সুতরাং দ্বিতীয় স্বামী কর্তৃক তালাক প্রদানের পর পূনরায় প্রথম স্বামী বিয়ে করলে, প্রথম স্বামী তিন তালাকেরই মালিক হবে।যদিও সে পূর্বে দুই দিয়ে থাকুক না কেন)ইমাম মুহাম্মদ রাহ, ইমাম যফার রাহ,বলেন,পূনরায় বিয়ে করলে প্রথম স্বামী অবশিষ্ট তালাকের মালিক হবে।(হেদায়া-১/২৪৬)
ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রাহ দ্বয়ের কথা বেশ গ্রহণযোগ্য।(আল-উকুদুদ্দুর্রিয়্যাহ-১/৪৬)