আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
302 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (44 points)
১--আমি একজন থেকে শুনলাম কেউ যদি হানাফী মাযহাবের হয় তাকে নাকি আক্বীদাগত ভাবে আশ'আরী বা মাতুরিদি হতে হবে??এটা কত টুকু সত্য?

২--মাযহবাগত ভাবে হানাফি হয়ে কি আক্বীদাগত ভাবে সালাফী(আছারী)হওয়া যাবে??

৩--কোনো মাযহাব ফলো করলে আক্বীদার ক্ষেত্রে কি কোনো বাধ্যবাধকতা আছে??

৪--আমাদের উপমহাদেশের বেশির ভাগ আলেমের কোনো আক্বীদা??

বিশেষ করে কওমি মাদ্রাসার আলেম দের।

৫-বিয়ের ক্ষেত্রে ছেলে থেকে ১০ বছরের ছোট মেয়েকে কি বিয়ে করা শরীয়ত সম্মত হবে??

1 Answer

0 votes
by (606,750 points)

বিস্মিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- 
 মাতুরিদি আকাঈদের অনুসারী -হানাফি মাযহাব
আশায়েরী আকাঈদের অনুসারী -শা'ফেয়ী, মালেকি,এবং কিছু সংখ্যক হাম্বলী মাযহাবের অনুসারী।এবং জাহেরী ফিরকাহ ও তাতে রয়েছে।

আর কিছু সংখ্যক হাম্বলী আছারি আকাঈদের অনুসারী।


মাতুরিদি এবং আশায়েরী ফিরকাহর আকাঈদ ব্যখ্যা প্রায় সমান সমান।তবে ১৩ টায় মাস'আলা এই দুই ফিরকাহর পরস্পর মতবিরোধ হয়েছে।এবং অধিকাংশই শব্দগত মতপার্থক্য। 




(১)জ্বী, এটা ঠিক যে,হানাফি মাযহাবকে ফলো করতে হলে,অবশ্যই মাতুরিদি আকাঈদকে অনুসরণ করতে হবে।নতুবা মাস'আলায় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে।

(২)
মাযহাবগত হানাফি হয়ে আকিদাগত সালাফি হলে,অনেক মাস'আলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে।অনেক সময় দেখবেন,একই মাস'আলা সম্পর্কে হানাফি ফিকহ এক কথা বলছে,আবার সালাফি আকিদা ভিন্ন জিনিষের কথা বলছে।তখন আপনি অস্বস্তিতে পড়বেন।

(৩)
যেহেতু হানাফি ফিকহের আলোকেই মাতুরিদি আকাঈদ রচিত।তাই হানাফি ফিকহের অসংখ্য মাস'আলার সাথে মাতুরিদি আকাঈদ ওৎপেতে জড়িত।সে হিসেবে বলা হয়,হানাফি ফিকহকে অনুসরণ করলে অবশ্যই মাতুরিদি আকাঈদ কে বেছে নিতে হবে।

(৪)
মাতুরিদি আকিদা

(৫)
বিভিন্ন হেকমতে শরীয়ত বিয়ে শাদীতে বয়সের তফাৎ কে কোনো প্রকার সমস্যা মনে করে না।যে কোনো বয়সের কেউ যে কোনো বয়সের একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।তবে পূর্ণ বয়স্ক হওয়ার পূর্বে পরস্পর শারিরিক সম্পর্কে লিপ্ত হতে পারবেন না।
সুতরাং বিয়ের ক্ষেত্রে ছেলে থেকে মেয়ের বয়স ১০কম হলে কোনো সমস্যা নেই।অবশ্যই মেয়ের সাথে তখনই ঘরসংসার করতে হবে যখন সে বালিগা হবে।এর পূর্বে তার সাথে সহবাসে লিপ্ত হওয়া শরীয়তের দৃষ্টিতে দন্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 154 views
...