আসসালামু ' আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
একজন বিধবার ৩ মেয়ে আছে। বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে এবং তিনি অনেক দূরে থাকেন, তাই উনি এখন ২ মেয়ে নিয়ে থাকেন। বিধবার কোন ছেলে নেই। উপার্জনের কেউই নেই। স্বামীর রেখে যাওয়া ভাড়া ঘর থেকে যা আয় হয় উনি সেটা দিয়ে কোন রকম সংসার চালান। বিধবার স্বামী ২০১১ সালে ব্যাংকে একটি DPS করে যান। ২০১৯ সালে উনার স্বামী মারা যান। তখনও উনার সুদ হারাম হওয়া এবং তার ভয়াবহতা সম্পর্কে কোন ধারনা ছিল না। বর্তমানে তিনি তা সম্পর্কে ভালভাবে জানতে পেরেছেন এবং এগুলা থেকে বের হইয়ে আসতে চাচ্ছেন। সমস্যা হল উনার ৬,০০,০০০ টাকার মত ঋন আছে যা তিনি উনার স্বামী মারা যাওয়ার পর নিয়েছিলেন এক নিকটাত্মীয়ের কাছ থেকে। ঋনটি উনার স্বামীর নয়, উনার নিজের আর ঋনটি তিনি তার ভাড়া ঘর গুলো সংস্কারের কাজে নিয়েছিলেন যা তার একমাত্র আয়ের উৎস। সংস্কার না করলে বাসা গুলো বাসযোগ্য হত না। DPS টি এই বছর (২০২২) এর সেপ্টেম্বরে ম্যাচিউরড হবে এবং তা থেকে তিনি সব মিলিয়ে ৩,২০,০০০ টাকা পাবেন। তিনি এই টাকা দিয়ে তার ঋন পরিশোধ করবেন ভেবে রেখেছিলেন এবং বাকি টাকা আসতে আসতে শোধ করবেন ভেবেছিলেন। এ কথা তিনি উনার পাওনাদারকেও বলে রেখেছিলেন। কিন্তু এখন সুদ সম্পর্কিত সকল তথ্য জেনে উনি সেটা নিয়ে ভীত এবং শংকিত।
এখন সম্মানিত মুফতিদের কাছে প্রশ্ন হল যেহেতু উনার অন্য কোন উপায় নেই এত বড় ঋন পরিশোধ করার, তাই উনি DPS হতে প্রাপ্ত টাকাগুলো দিয়ে উনার ঋন পরিশোধ করতে পারবেন কিনা? এমতাবস্থায় উনার করণীয় কি?