আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
166 views
in সাওম (Fasting) by (2 points)
আস সালামু'আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ

বালেগা হওয়ার পর থেকে ইচ্ছাকৃতভাবে সাওম পালন করতাম না। মাঝে মাঝে কয়েকটা রাখতাম।
আমার বালেগা হওয়ার ১০ বছর হয়েছে। এতগুলো বছরে রমাদান মাসে শুধু ১৫/১৬ টা করে রোজা রাখতাম বাকিগুলো ইচ্ছে করে রাখতাম না।

আবার কিছু রোজা হায়েজের জন্য কাযা হয়েছে সেগুলো ও আদায় করি নি ‌‌‌।

রোজার সাথে আমার এতগুলো বছরের নামাজ ও কাযা আছে
এখন আমি আনুমানিক কয়টা রোজা রাখি নি হিসেব করেছি কিন্তু এখন এগুলো কীভাবে আদায় করবো ? আমি কি একটার পরিবর্তে ৬০ করে রোজা রেখে কাফফারা করবো ?

সাথে এতো বছরের কাযা নামাজ কীভাবে আদায় করতে পারি ??
দয়া করে বিস্তারিত বলুন ...

1 Answer

0 votes
by (592,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


বালেগাহ হওয়ার পর থেকে প্রত্যেক রমজানে যেকয়টি রোযা আপনি রাখেননি সেই কয় রোযার কাজা আদায় করতে হবে।
,
এক্ষেত্রে আপনার উপর কাফফারা ওয়াজিব হবেনা।
শুধু কাজা আদায় করতে হবে।
,
সুরা বাকারার ১৮৫ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ

شَہۡرُ رَمَضَانَ الَّذِیۡۤ اُنۡزِلَ فِیۡہِ الۡقُرۡاٰنُ ہُدًی لِّلنَّاسِ وَ بَیِّنٰتٍ مِّنَ الۡہُدٰی وَ الۡفُرۡقَانِ ۚ فَمَنۡ شَہِدَ مِنۡکُمُ الشَّہۡرَ فَلۡیَصُمۡہُ ؕ وَ مَنۡ کَانَ مَرِیۡضًا اَوۡ عَلٰی سَفَرٍ فَعِدَّۃٌ مِّنۡ اَیَّامٍ اُخَرَ ؕ یُرِیۡدُ اللّٰہُ بِکُمُ الۡیُسۡرَ وَ لَا یُرِیۡدُ بِکُمُ الۡعُسۡرَ ۫ وَ لِتُکۡمِلُوا الۡعِدَّۃَ وَ لِتُکَبِّرُوا اللّٰہَ عَلٰی مَا ہَدٰىکُمۡ وَ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۱۸۵﴾

রমাদান মাস, এতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়াতের জন্য এবং হিদায়তের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে। কাজেই তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে সিয়াম পালন করে। তবে তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না। আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ কর এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সে জন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।

প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
যখন থেকে আপনি বালিগাহ হয়েছেন।তখন থেকেই যত রোজা ছুটেছে সেগুলোর  ক্বাযা করবেন।এভাবে যে,আপনি নিয়ত করবেন আমার বালিগাহ হওয়ার পর প্রথম যে রমাজান মাস রোজা না রাখিয়া অতিবাহিত হয়েছে সে রমজান মাসের রোজা এখন রাখিতেছি।এইভাবে দ্বিতীয় রমজান,তৃতীয় রমজান,চতুর্থ রমজান ধারাবাহিক রাখবেন।

অথবা এভাবেও রাখতে পারেন,যে আমার উপর ফরয হওয়া শেষ রমজান মাস-যা রোজা রাখা ব্যতীত অতিবাহিত হয়েছে, সেগুলো এখন রাখতেছি।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১০/১৬৩)

বিস্তারিত জানুনঃ 

আরো জানুনঃ- 

(০২)
বালেগাহ হওয়ার পর থেকে যত গুলো নামাজ আপনি আদায় করেননি,হিসেব করে বিতর নামাজ সহ সমস্ত নামাজ এর কাজা আদায় করতে হবে।

যদি হিসেব করা সম্ভবপর না হয়,তাহলে প্রবল অনুমানের উপর ভিত্তি করে নামাজ গুলোর কাজা আদায় করে নিতে হবে।  

ওমরি কাজা সংক্রান্ত বিস্তারিত জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 267 views
0 votes
1 answer 137 views
0 votes
1 answer 134 views
...