২০ সালে ১বছর ধরে ৯৫ হাজার টাকা জমিয়েছি,তা প্রায় ৯মাস যাবত একই ছিলো।পরে প্রায় খরচ করি,বছরের মাঝে নতুন যোগ হওয়া অর্থের ক্ষেত্রেও কি ১বছর পূর্ণ হওয়া জরুরি?ধরি,আমি বেতন পেয়ে ১২হাজার টাকা এড করে ৮০হাজার হলো গত কাল, যা দরকারে আবার তুলে ফেলব ৩-৪ মাসের মধ্যেই ।এসব ক্ষেত্রে কি রৌপ্যমূল্য ধরে ৬৫ হাজারের যা বেশি তার উপর যা (+/-)হচ্ছে সেটার যাকাত কিভাবে হিসেব করবো?