4046 নং প্রশ্নে এক ভাই জিগ্যেস করেছেন-
"আমি পাইকারি গেঞ্জির ব্যবসা করি।।একটা গেঞ্জি যখন কিছু মানুষের কাছে ১২০ টাকা বিক্রি করি তখন অনেক সময় অন্য কিছু মানুষের বেশি দামাদামির কারণে কিছু কমে দেই। বা কেউ একসাথে বেশি পরিমাণ নিলে ৫-১৫ টাকা কমে দেই।এতে কি কোন সমস্যা হবে?"
উত্তরে বলা হয়েছে
"......যদি ক্রেতার পণ্য সম্পর্কে ধ্যানধারণা ও জ্ঞান কমবেশী থাকার কারণে বিক্রতা একই পণ্যকে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করে,তাহলে এটা জায়েয হবে না।যেমন, বিক্রেতা কোনো ক্রেতাকে অভিজ্ঞ দেখে কম দামে বিক্রি করলো, আবার অন্যজনকে কমঅভিজ্ঞ দেখে বেশ দামে বিক্রি করলো।
বিক্রেতার উপর নৈতিকভাবে ওয়াজিব,সে বাজারমূল্য অনুযায়ী সবার জন্য প্রায় সমান মূল্য নির্ধারণ করবে"
জানার বিষয় হল বাংলাদেশে সাধারণত কাঁচাবাজার, কাপড় ইত্যাদি পণ্য অনেক সময়ই ফিক্সড প্রাইসে কেনা বেচা হয় না। তো এখানে কাস্টমারভেদে কিছু পার্থক্য হয়েই যায়। যেমন উল্লিখিত প্রশ্নে ১০/১৫ টাকা পার্থক্যের কথা বলেছেন। কোন কোন পণ্যের ক্ষেত্রে এটা আরো বেশিও হয়ে থাকে। মোটামুটি একটে রেঞ্জকে ক্রেতারাও সহনীয় বলেই ধরে নিয়ে থাকে। বাজারদর বলতেও সুনির্দিষ্ট দামের বদলে একটা রেঞ্জই উদ্দেশ্য হয়ে থাকে।
প্রশ্ন-১ঃ উল্লিখিত প্রায় সমান বলে আসলে প্রচলন ধরা হবে নাকি নির্দিষ্ট কোন রেঞ্জ আছে?
প্রশ্ন-২ঃ দোকানদাররা সাধারণত একটা দাম বলে থাকেন। এরপর তার ন্যূনতম একটা লাভ থাকলে ক্রেতার বলা দামে ছেড়ে দেন। ঘটনাচক্রে দেখা গেল দিনের প্রথম গ্রাহকের কাছে তিনি হয়ত ১০০ টাকা লাভ করেছেন। তাহলে কি পরবর্তী সবার কাছেই এই লাভে বিক্রি করতে হবে?
প্রশ্ন-৩ঃ যদি এমন হয় যে, পরের কাস্টমার দাম কম বলেছেন। এতেও তার ৫০ টাকা লাভ থাকে বিধায় তিনি ছেড়ে দিলেন। এতে কি ১ম গ্রাহক জুলুমের শিকার বলে ধরা হবে? সেক্ষেত্রে তার টাকাই বা কী করে ফেরত দেবে?
প্রশ্ন-৪ঃ দর্জির দোকান বা এই জাতীয় মজুরিভিত্তিক কাজের ক্ষেত্রেও তারা একটা নির্দিষ্ট দাম লিখে ঝুলিয়ে রাখেন। অনেক সময় পুরনো কাস্টমারকে কিছু কমে দিয়ে থাকেন। আবার কোন কোন কাস্টমারের চাপাচাপিতে কমিয়ে থাকেন। আর কেউ কেউ যদি কমানোর কথা তেমন জোর দিয়ে না বলে তাহলে তারা দাবিকৃত মজুরিই ধরেন। এ ব্যাপারে কী হুকুম?
প্রশ্ন-৫ঃ পাশাপাশি দুই দোকান কিংবা দুইটি সমজাতীয় প্রতিষ্ঠানে অনেক সময় দামের পার্থক্য ঘোষিতই থাকে। এ ক্ষেত্রে যারা কেনে সাধারণত জেনেই বেশি দামের দোকানে যায়।
প্রশ্ন-৬ঃ বিগত জীবন যিনি এই পদ্ধতিতেই (প্রশ্ন- ২,৩) ব্যবসা করে এসেছেন, তার জন্য এখন কি করণীয়?