ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জানা নেই।
(২)
https://www.ifatwa.info/9528 নং ফাতাওয়ায় বলেছি যে,
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নামাযে খাবারের সামান্য কিছু অংশ বাকী থাকে, এবং মুখের ভিতর চলে যায়, তাহলে এতেকরে নামাযের কোনো ক্ষতি হবে না।কিন্তু যদি ছানা বরাবর কোনো জিনিষ দাতে আটকে থাকে, এবং গলার ভিতর চলে যায়, তাহলে তখন নামায ফাসিদ হয়ে যাবে।
সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী রোযা বা নামায, ভঙ্গ হবে না।
(৩)
না, ঈমানের কোনো ক্ষতি হবে না।
(৪)
ইচ্ছাকৃত সামান্য হলে নামায রোযা ভঙ্গ হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/9528
(৫)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/9528
(৬)
সম্পর্ক ছিহ্ন করা জায়েয হলেও না করাই উত্তম।বরং তাকে হেকমতের সাথে বুঝাবেন।
(৭)
নিজ সামর্থ্য অনুযায়ী নিংড়ানোর পরও পানি বের হলে, এতেকরে কাপড় নাপাক হবে না।বরং পবিত্রই থাকবে।
(৮)
গোনাহ হবে না।তবে এমনটা করা অনুচিৎ।
(৯)
মযি বের হলে রোযা ভঙ্গ হবে না।
(১০)
মজাক করা যাবে।তবে মিথ্যা বলা যাবে না।
(১১)
না, এতেকরে নামায ভঙ্গ হবে না।
(১২)
গোনাহ হবে না।তবে না করাই উত্তম।
(১৩)
জ্বী, আল্লাহ মাফ করে দিবেন।
(১৪)
এটা বিদ'আত।
(১৫)
জ্বী, তাওবাহ করতে হবে।
(১৬)
জ্বী, জায়েয। তবে উত্তম হল,একেবারে শেষে মুনাজাত করা।