বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1402 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি থেকে বর্ণিত,
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ:
قَال َرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بني إسرائيل حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، حَتَّى إِنْ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلاَنِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ، وَإِنَّ بني إسرائيل تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ مِلَّةً، كُلُّهُمْ فِي النَّارِ إِلاَّ مِلَّةً وَاحِدَةً، قَالُوا:وَمَنْ هِيَ يَارَسُولَ اللهِ؟ قَالَ: مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي.
রাসূলুল্লাহ সাঃ বলেন-
বনি ইসরাঈলের উপর যে সব আযাব আর গযব এসেছিলো,হুবহু আমার উম্মতের মধ্যেও সে আযাব আসবে।এমনকি বনি ইসরাঈলের কেউ যদি তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত থাকে তাহলে আমার উম্মতের কিছু লোকও সে কাজে লিপ্ত থাকবে।বনি ইসরাঈল বাহাত্তর ফিরক্বায় বিভক্ত ছিলো।আর আমার উম্মত তেহাত্তর ফিরক্বায় বিভক্ত হবে।সবাই জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে তবে একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাস করলেন,ইয়া রাসূলুল্লাহ সাঃ! সেটি কোন দল?
রাসূলুল্লাহ সাঃ বললেন, সেটি ঐ দল যারা আমার সুন্নত ও সাহাবায়ে কেরামদের বাছাইকৃত পথে নিজেদেরকে পরিচালিত করবে।(সুনানু তিরমিযি-২৬৪১)
আহলে সুন্নাত ওয়াল জামাতের উল্লেখযোগ্য কিছু আক্বিদা-বিশ্বাস। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1402
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসরণ করবেন। আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে বড় ও প্রসিদ্ধ চারটি মাযহাব রয়েছে, এরমধ্য থেকে যেকোনো একটিকে গ্রহণ করতে পারবেন।তবে পূর্ব থেকে যেই মাযহাবকে আকড়ে ধরে আছেন, বিনা কারণে প্রবৃত্তির চাহিদায় সেই মাযহাবকে বিসর্জন দিতে পারবেন না।
দেওবন্দ হানাফি মাযহাবকে লালন করে সেই মাযহাবের নীতিমালার আলোকে কুরআন সুন্নাহর বিধি-বিধান জারি করে থাকে। উপমহাদেশে যে কয়টি বিশুদ্ধ আকিদা লালনকারী রয়েছে, তারমধ্যে দেওবন্দ অন্যতম।দেওবন্দ সর্বদা কুরআন সুন্নাহকে একনিষ্টভাবে আকড়ে ধরে আছে।
দেওবন্দের প্রতি বিরুপ বিশ্বাস লালন করা উচিৎ হবে।দেওবন্দের ফাতাওয়া সাইট ভিজিট করলে আপনার ভুল ধারণা পাল্টে যাবে ইনশা'আল্লাহ।