আসসালামু আলাইকুম শাইখ!
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন!
কিছু গুরুত্বপূর্ন জিজ্ঞাসা ছিল।
আপনি সময় করে দয়া করে উত্তর দিবেন ।
১/ইমামের পিছে দুআ সমুহ(রুকু/সিজদাহ/বৈঠকে) কি মনে মনে পড়ব?
২/ফরজ সালাতের পর দুআ কবুল হয় ,এখন যদি আমি ফরজ সালাতের পর তাসবিহ,দুআ,দুরুদ পড়ে বাকি নামাজ(সুন্নাত,নফল) আদায় করে একসাথে মোনাজাত করি তাহলে কি একই ফযীলত পাওয়া যাবে?
৩/সাহরীর পর ইচ্ছাকৃত ফজরের সালাত অপবিত্র অবস্থায় পড়লে কি রোজা ভঙ্গ হয়ে যাবে,যদি পবিত্র হয়ে তা পূর্ন করে দেয়া হয়?
আশা করি উত্তর পাবো
জাযাকাল্লাহ খায়র