দুর্বল ইমানের কারণে আমি মাঝে মাঝে গুনাহ করে ফেলি। তো আমি নিজে নিজে নিজেকে শাস্তি দেয়ের জন্য আমালের নিয়ত করতাম।
যেমন, আজকে গুনাহ হয়ে গেছে, তো, আমি ৪০০০ বার ইস্তেগফার পড়বো এবং প্রতিদিন ২ রাকাত নফল নামাজে রুকুতে ও সিজদায় ১০ বাস ইস্তেগফার করবো। তো যখন আবার একই গুনাহ হয়ে যায়, তখন শাস্তি বাড়িয়ে দিতাম। যেমন, এখন থেকে প্রতিদিন ২ রাকাত নফল নামাজে রুকুতে ও সিজদায় ২০ বাস ইস্তেগফার করবো। আমি এরকম কিছু বলিনাই (আমি মান্নত করিলাম)। আমার টা মনে মনে নিয়ত করেছিলাম যে, আজকে গুনাহ হয়ছে যা তাহলে আমাল বাড়িয়ে দিব ইনশাআল্লাহ্। আমি আসলে শিওর না আমি কি মুখে জোরে বলেছিলাম নাকি মনে মনে নিয়ত করেছিলাম। তবে মান্নত শব্দ বলি নাই এইটা শিওর।
এভাবে বাড়তে বাড়তে, এখন অনেক হয়ে গেছে। এখন আমার জন্য, সিজদায় বা রুকুতে এতো বার এস্তেগফার পড়া কষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি এখন ৫ বার করে ইস্তেগফার পড়ি। যেহেতু, গুনাহ অনেক কমে গেছে আলহামদুল্লিহ।
এখন, এই যে আমার নিয়ত, এইটা কি মান্নত নাকি সাধারণ নিয়ত। যেহেতু, আমি শিওর না মুখে জোরে বলেছিলাম নাকি মনে মনে নিয়ত করেছিলাম (যতটুকু মনে পরে আমি মনে মনে করেছিলাম), সেহেতু, যদি আমি ৫ বার করে ইস্তেগফার পড়ি, এতে কি কোন সমস্যা হবে?
আমি এইখানে পেয়েছি
মানত সহিহ হওয়ার জন্য মানতকৃত বিষয়ের শ্রেণিভুক্ত কোনো কিছু পারিভাষিক ওয়াজিব বা ফরজে আইন হতে হবে। মানতকৃত বিষয়ের শ্রেণিভুক্ত কোনো কিছু যদি ফরজে আইন বা পারিভাষিক ওয়াজিব না হয়ে থাকে, তাহলে মানত সহিহ হবে না। এখন, আমা প্রশ্ন হচ্ছে, নামাজে এস্তেগফার পড়া তো "ওয়াজিব বা ফরজে আইন" না। তাহলে ও তো মান্নত সহিহ হওয়ার কথা না ( যদি মুখে জোরে উচ্চারণ করে থাকে)।
আমি আপনাদের
https://ifatwa.info/15467/
https://ifatwa.info/40287/
পোষ্ট পরেছি কিন্তু বিশয়টা ক্লিয়ার হচ্ছে না।
আরেক টি প্রশ্ন হচ্চেঃ ধরেন কেও জোরে নিয়ত করে মান্নত করলো যে "এই গুনাহ হলে ওই আমাল করবো"। এখন, এই মান্নত তো তার জন্য ওয়াজিব হয়ে গেলো (যতবার সে গুনাহ করবে ততবার এই আমল করতে হবে)। কিন্তু ওই মান্নত থেকে ফিরত আসার কি কোন উপায় আছে? যে গুনাহ করলেও (আল্লাহ্ না করুক, আল্লাহ্ হেফাজত করুক) তার উপর ওই মান্নত ওয়াজিব থাকবে না?