ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নখের চার পাশে চামড়া উঠলে তাতে কোনো সমস্যা নেই,ব্যান্ডেজ করারও কোনো প্রয়োজনিয়তা নাই। নখ খুলা রেখেই অজু করবেন।
(২)
গর্দান মাসেহ করা মুস্তাহাব।
(৩)
এমতাবস্থায় সালাম করা ইসলামি পদ্ধতি নয়।
(৪)
এমন কোনো বিবরণ আমাদের জানা নেই।বিবরণ সত্য হলে, হয়তো স্ত্রীর অনুমতি নিয়ে তিনি এমনটা করেছেন।
(৫)
দাড়ানো অবস্থায় সিজদা স্থানে,রুকু অবস্থায় পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে এবং সিজদা অবস্থায় নাকের দিকে এবং বসাবস্থায় কুলের দিকে।
(৬)
যদি ফরয কোনো বিধান ছুটে যায়, এবং নামাযটি ফরয হয়, তাহলে উক্ত নামাযকে আবার পড়তে হবে।
(৭)
অসংখ্য দু'আ আছে। কুরআনে বর্ণিত রাব্বানা দু'আ পড়তে পারেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/185
(৮)
জ্বী, যাবে।
(৯)
নিরবে বসে থাকবেন, বা বারংবার তাশাহুদ বা আশহাদু পড়বেন।
(১০)
যা ছুটেছে,তাই সে পরবর্তীতে কাযা আদায় করবে, অর্থাৎ যখনই স্বরণ হবে,তখনই সে সিজদা দিবে।সাহু সিজদা দিতে হবে না।