আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
150 views
in পবিত্রতা (Purity) by (9 points)
আসসালমুআলাইকুম

১)আমার নখের আশেপাশে অনেক চামড়া উঠে।তাই আমি one time ব্যান্ডেজ ব্যাবহার করি।কিন্তু এখন কথা হলো আমি এই অবস্থায় ওযু করবো কিভাবে? ওই অংশ টুকি খালি মাসেহ করে নিবো?

2)অনেকই বলে গর্দান মাসেহ করা বিদআত।আসলেই বিদআত? আমি ছোটবেলা থেকেই করে আসতেছি।এখন না করলে কেমন জানি লাগে? গর্দান মাসেহ কি করা যাবে না?
3) করো গায়ে পা লাগলে কি তাকে ধরে সালাম করা লাগে? ইসলামিক পদ্ধতি কি?
4) আহমেদ মুসা জিবরীল এর একটা বই তে বলা হয়েছে উমর(র) এর স্ত্রী বলেছেন উমর (র) শাসন কার্যে এবং এবাদত বন্দিগতেএতই ব্যাস্ত ছিলেন যে উনি প্রায় 2 বছর 3 মাস স্ত্রী সহবাস থেকে বিরত ছিলেন।এমন টা করা কি ঠিক হয়েছে? কারণ উনি বলেছেন 4 মাসের বেশি স্ত্রী থেকে দূরে না থাকতে!! ব্যাপার টা একটু বুঝিয়ে বলবেন
5) নামাজে দাড়িয়ে চোখ কোনদিকে রাখবো,সেজদায় কোনদিকে,রুকুতে কোনদিকে, সেজদা থেকে উঠে কোনদিকে? এসব নিয়ে আমি কিছু জানি না এসব একটু বিস্তারিত বলবেন বা এসব কোন বইতে বিস্তারিত পাওয়া যাবে তার নাম বললেও হবে
6) যদি নামাজের মধ্যে এমন কিছু হয়ে যায় যার ফলে নামাজ ভঙ্গ হয় অথচ আমি জানতাম না তাইলে কি আমার নামাজ হবে না? আমি একটা ভুলের কারণে তারাবির 2 রাকাত নামাজ হয় নাই।তাইলে কি আমার আর খতম হবে না নামাজ
7)সেজদায় আরবীতে দুআ করা যায় এমন কিছু দুয়ার নাম বলেন ।আখিরাত কেন্দ্রিক
8? আল্লাহর 99 টি নাম নিয়ে কি জিকির হবে?

9)জামাতে নামাজ পড়া কালীন শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু,দরুদ শরীফ, দুআ মাসুরার পর কি পড়া যায়? তখন যদি ইমাম সালমান ফিরায় তখন কি ফাঁকা সময়ে কি করবো?

10) জামাতে নামাজ পড়ার সময় নিজের ব্যক্তিগত কারণে নামাজ এর একটা নিয়ম ভঙ্গ হয় তখন কি করা লাগবে? এক লোক বিতরের 2 নম্বর রাকাতে সেজদা থেকে উঠতে পারে নাই কারন সে তাকবীর শুনে নাই।এখন তার করণীয় কি?

1 Answer

0 votes
by (589,680 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নখের চার পাশে চামড়া উঠলে তাতে কোনো সমস্যা নেই,ব্যান্ডেজ করারও কোনো প্রয়োজনিয়তা নাই। নখ খুলা রেখেই অজু করবেন।

(২)
গর্দান মাসেহ করা মুস্তাহাব।

(৩)
এমতাবস্থায় সালাম করা ইসলামি পদ্ধতি নয়।

(৪)
এমন কোনো বিবরণ আমাদের জানা নেই।বিবরণ সত্য হলে, হয়তো স্ত্রীর অনুমতি নিয়ে তিনি এমনটা করেছেন।

(৫)
দাড়ানো অবস্থায় সিজদা স্থানে,রুকু অবস্থায় পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে এবং সিজদা অবস্থায় নাকের দিকে এবং বসাবস্থায় কুলের দিকে।

(৬)
যদি ফরয কোনো বিধান ছুটে যায়, এবং নামাযটি ফরয হয়, তাহলে উক্ত নামাযকে আবার পড়তে হবে।

(৭)
অসংখ্য দু'আ আছে। কুরআনে বর্ণিত রাব্বানা দু'আ পড়তে পারেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/185

(৮)
জ্বী, যাবে।

(৯)
নিরবে বসে থাকবেন, বা বারংবার তাশাহুদ বা আশহাদু পড়বেন।

(১০)
যা ছুটেছে,তাই সে পরবর্তীতে কাযা আদায় করবে, অর্থাৎ যখনই স্বরণ হবে,তখনই সে সিজদা দিবে।সাহু সিজদা দিতে হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,680 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 670 views
...