আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমাদের বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর। আমাদের উভয় পরিবার নন-প্রাক্টিসিং। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে প্রায় দুই বছর হলো হেদায়েত পেয়েছি। প্রথম প্রথম চেষ্টা করতাম স্বামীকে দ্বীনে ফেরাতে। কিন্তু কাজ হতো না, যখন বাধ্য করতাম তখন অন্তত পাঁচ ওয়াক্ত সালাত পড়তো। এরপর আমি জোর করা ছেড়ে দেই, সেও আর সালাত পড়ে না, কখনো কখনো জুমআর সালাত টাও পড়ে না।
বিয়ের আগে থেকেই স্বামী ঋণগ্রস্ত ছিলো, যা আমার পরিবার জানতো না। আর এই ঋণ ক্রমে ক্রমে বাড়তে থাকে, যা এখন ৬/৭ লাখে দাঁড়িয়েছে। এক বছর আগে এক্সিডেন্ট করে সেই থেকে কোন কাজ করে না, এখান থেকে টাকা আনে ওখান থেকে আনে। আমি আমার বাবার বাড়ি থেকে দেড় লাখের মতো টাকা এনে দিয়েছি, সেখানের কিছু টাকা আমার বোন জামাইদের আছে। আমার বাবা অসুস্থ মানুষ, এই টাকা গুলোর জন্য আমার বোন জামাইরা বাবাকে কথা শুনায়। এতো এতো টাকা ঋণ যার জন্য সে এখন বাড়ি থেকে দূরে থাকে বলা যায় আত্মগোপন, আমিও তার সাথে আছি। তার পেশা ড্রাইভিং করা, এখানে এসে সে ঠিক মতো কাজে যায় না। একদিন গেলে তিন দিন বসে থাকে, নানান অজুহাতে, শুধু বলে হাতে ব্যথা (এক্সিডেন্ট এর সময় ব্যথা পেয়েছিলো) আসলে এটা তার অজুহাত।ঠিক মতো কাজ করে না, যা বর্তমানে অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। বিয়ের এতো গুলো বছরে এটা ভালো করেই বুঝেছি সে প্রচন্ড অলস একজন মানুষ, উড়নচন্ডি স্বভাবের একজন মানুষ। স্ত্রীর ভরণপোষণের দিকে তার কোন খেয়াল নেই। আমি কখন তার থেকে কিছু চাইনি অত্যন্ত প্রয়োজনীয় ছাড়া, তবুও আমার নিজেরই চেয়ে নিতে হয়, এই ব্যাপারে তার কোন খেয়াল নেই। সারাক্ষণ বাসায় ঘুমায় আর ফোন টিপে। ক্রিকেট ফুটবল খেলায় প্রচন্ড আসক্তি তার, এমনকি ফেইসবুকের ভিডিও তেও আসক্তি। তার সালাত নেই, সিয়াম নেই, এমনকি মাঝে মাঝে এমন সব কথা বলে, যা বলার সাথে সাথে তাৎক্ষণিক ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ঈমান-হীন হয়ে যায়। আমি চেষ্টা করেছি দ্বীনে ফেরাতে কিন্তু পারিনি ছেড়ে দিয়েছি। সে নিজের পরিবারের সাথে সাথে আমার পরিবারের এবং আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছে। এতো এতো ঋণ তার কোনো ভাবাবেগ নেই, কোন চেষ্টা নেই। এমন ভাব তার , যেন আপনাআপনিই শোধ হয়ে যাবে সব ঋণ।
এমতাবস্থায় আমার করণীয় কি???
১. তার সুদের টাকার ব্যাপারে আমি স্বাক্ষী, যা সমান সমান গুনাহ
২. ব্যাংক থেকে লোন নিয়েছে যা আমি উঠিয়ে দিয়েছি
স্ত্রীর ইজ্জত আব্রু রক্ষাতে তার কোন মাথা ব্যাথা নেই। সে প্রচন্ড গায়রত-হীন একটা পুরুষ।
আমার আসলে কি করণীয়। আমার পরিবার থেকে আমাকে চলে যেতে বলে, অন্তত কিছু দিনের জন্য হলেও তার থেকে দূরে থাকতে বলে।
আমার আসলে কি করণীয়? প্লিজ আমায় পরামর্শ দিয়ে সাহায্য করুন। আমার ইচ্ছে করে না এই মানুষ টার সাথে সংসার করতে।