বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
বাসার ছোট সদস্যদের রমাদানের সুন্দর সুন্দর কার্ড বানিয়ে বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য বলাতে কোনো সমস্যা নেই।
তবে এখানে যেনো বেশি অর্থ ব্যায় না হয়,সেদিকে খেয়াল রাখতে হবে,নতুবা অপচয় হবে।
এটিকে যেহেতু দ্বীনের কাজ বলে কেউ মনে করেনা,তাই বিদ'আত হবেনা।
তবে এটিকে সুন্নত মনে করা, কুরআন ও হাদীসে বর্ণিত পদ্ধতি মনে করা বিদআত।
রাসুল সাঃ বলেন-
وَإِيّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ، فَإِنّ كُلّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلّ بِدْعَةٍ ضَلَالَةٌ.
আর সকল নব উদ্ভাবিত বিষয় থেকে দূরে থাকবে। কারণ, সকল নব উদ্ভাবিত বিষয় বিদআত। আর সকল বিদআত গোমরাহী ও ভ্রষ্টতা।’ (দ্র. মুসনাদে আহমাদ, হাদীস ১৭১৪২, ১৭১৪৫)
আরেক হাদীসে আছে-
مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدّ .
‘যে আমাদের এই বিষয়ে (অর্থাৎ দ্বীন ও শরীয়তে) এমন কিছু উদ্ভাবন করবে, যা তার অংশ নয়, তা প্রত্যাখাত।’ -সহীহ মুসলিম, হাদীস ১৭১৮; সহীহ বুখারী, হাদীস ২৬৯৭
,
(০২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
হ্যাঁ এ সময়ে দুনিয়াবি কথা বলা যাবে।
সমস্যা নেই।
(০৩)
দুই রাকাত করে পড়ার ক্ষেত্রে উভয়টি একই রকম।
তবে তারাবিহ সুন্নাতে মুয়াক্কাদা, আর তাহাজ্জুদ নফল।