আসসালামুয়ালাইকুম, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার বাবা মার প্রতি আমার বিশেষ কোন অনুভূতি , ভালোবাসা নেই , উল্লেখ্য, আমি আমার বাবা মা ও দুই ভাইয়ের সাথে থাকি, আমার বাবা মা অনেক ভালো মানুষ , কিন্তু আমি কখনও আমি কখনও তাদের প্রতি প্রবল টান অথবা ভালোবাসা অনুভব করতে পারি না, বাবা মা কেন, কোন মানুষের প্রতি আমার অনুভূতি খুব একটা নেই , বাবা মা ছাড়াও অনেক নিকটাত্মীয় বন্ধুবান্ধবদের ক্ষেত্রেও একই,অথচ আমার পোষা প্রাণী আর পাখির প্রতি আমি আমার ভালোবাসা ঠিকই অনুভব করতে পারি , ওদের অনেক আদর করি, ওদের গায়ে আয়াতুল কুরসি পাঠ করে ফুঁ দি।ইচ্ছা করে কখনও কারও ক্ষতি করতে চাই না,খারাপ ব্যবহার ও কারো সাথে না করার চেষ্টা করি, নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু বাবা মার সাথে অনেকসময় উচ্চস্বরে কথা বলে ফেলি,সবসময় না । বাবা মাকে অনেক সময় কাজে সাহায্য করি সবসময় , নামাজ এর জন্য ডাকি, আবার অনেক ধর্মীয় বিশ্বাস এর জন্য তাদের সাথে চেষ্টা করি সবসময় সঠিক আচারণ করতে , কিন্তু পারি না , পারবো কিভাবে আমার তো অনুভূতিতে সমস্যা, মাঝেমধ্যে এমনিতেই রাগ হয় মা বাবা ওপর তেমন কোন কারণ ছাড়াই,যদিও আমি প্রকাশ করতে চাই না, তবুও হঠাৎ প্রকাশ হয়ে যায়। মাঝেমধ্যে একা থাকতে ইচ্ছে করে, দূরে চলে যেতে ইচ্ছে করে। আমি এসব নিয়ে অনেক সময় ড্রিপেশনে থাকি, কারণ, বাবা মা এর প্রতি সুন্দর আচারণ , খেদমত , জান্নাত পাবার অন্যতম প্রধান উপায়। মাঝেমধ্যে মনে হয়, আমার নামাজ কালাম ,ইবাদত কি আদৌও কোন কাজে আসবে? এতো নোংরা মানসিকতার জন্যে?? হুজুর আপনার মূল্যবান পরামর্শ এর জন্যে অপেক্ষায় রইলাম, ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।