আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
130 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
আসসালামুয়ালাইকুম, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার বাবা মার প্রতি আমার বিশেষ কোন অনুভূতি , ভালোবাসা নেই , উল্লেখ্য, আমি আমার বাবা মা  ও দুই ভাইয়ের সাথে থাকি, আমার বাবা মা অনেক ভালো মানুষ , কিন্তু আমি কখনও আমি কখনও  তাদের প্রতি প্রবল টান অথবা ভালোবাসা  অনুভব করতে পারি না, বাবা মা কেন, কোন মানুষের প্রতি আমার অনুভূতি খুব একটা নেই , বাবা মা ছাড়াও অনেক নিকটাত্মীয় বন্ধুবান্ধবদের ক্ষেত্রেও একই,অথচ আমার পোষা প্রাণী আর পাখির প্রতি আমি আমার ভালোবাসা ঠিকই অনুভব করতে পারি , ওদের অনেক আদর করি, ওদের গায়ে আয়াতুল কুরসি পাঠ করে ফুঁ দি।ইচ্ছা করে কখনও কারও ক্ষতি করতে চাই না,খারাপ ব্যবহার ও কারো সাথে না করার চেষ্টা করি, নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু বাবা মার সাথে অনেকসময়  উচ্চস্বরে কথা বলে ফেলি,সবসময় না । বাবা মাকে অনেক সময় কাজে সাহায্য করি সবসময় , নামাজ এর জন্য ডাকি, আবার অনেক ধর্মীয় বিশ্বাস এর জন্য তাদের সাথে চেষ্টা করি সবসময় সঠিক আচারণ করতে , কিন্তু পারি না , পারবো কিভাবে আমার তো অনুভূতিতে সমস্যা, মাঝেমধ্যে এমনিতেই রাগ হয় মা বাবা ওপর তেমন কোন কারণ ছাড়াই,যদিও আমি প্রকাশ করতে চাই না, তবুও হঠাৎ প্রকাশ হয়ে যায়।  মাঝেমধ্যে একা থাকতে ইচ্ছে করে, দূরে চলে যেতে ইচ্ছে করে। আমি এসব নিয়ে অনেক সময় ড্রিপেশনে থাকি, কারণ, বাবা মা এর প্রতি সুন্দর আচারণ , খেদমত , জান্নাত পাবার অন্যতম প্রধান উপায়। মাঝেমধ্যে মনে হয়, আমার নামাজ কালাম ,ইবাদত কি আদৌও কোন কাজে আসবে? এতো নোংরা মানসিকতার জন্যে??  হুজুর আপনার মূল্যবান পরামর্শ এর জন্যে অপেক্ষায় রইলাম, ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


মাতাপিতার দেখভাল করা ও তাদের সাথে উত্তম আচরণ করা শরীয়ত কর্তৃক ফরয ঘোষনা করা হয়েছে।

আল্লাহ তাআলা বলেন,

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ۖ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا ۖ وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا

“আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার মা তাকে কষ্টসহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্টসহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়তে লেগেছে ত্রিশ মাস।” (সূরা আহকাফ-১৫)

আল্লাহ তা'আলা আরও বলেন,

وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا

তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।(সূরা বনী ইসরাঈল-২৩)

হাদীস শরীফে এসেছেঃ
  
أن جاهمة جاء إلى النبي صلى الله عليه وسلم، فقال: يا رسول الله، أردت أن أغزو وقد جئت أستشيرك، فقال: «هل لك من أم؟» قال: نعم، قال: «فالزمها، فإن الجنة تحت رجليها»

“হযরত জাহিমাহ (রা.) রাসুলুল্লাহ (সা.) এর কাছে এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ! আমি যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা করেছি, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। রাসুলুল্লাহ (সা.) বললেন, “তোমার কি মা আছেন?” সাহাবী জবাব দিলেন, “হ্যাঁ!”। রাসুলুল্লাহ (সা.) বললেন, “তাঁর সেবাকে নিজের উপর আবশ্যক করে নাও। নিশ্চয়ই তাঁর দুই পায়ের নিচে রয়েছে জান্নাত।” (সুনানে নাসাঈ: ৩১০৪)
,
আরো জানুনঃ 
,
★প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি শুয়ে শুয়ে বাবা মা মারা যাওয়ার পর এই দুনিয়া কেমন অন্ধকার লাগবে,সেটি খেয়াল করবেন।
ভালোভাবে ভাববেন।

বাসায় তালিম চালু করুন অথবা অন্যত্রে তালিমের পরিবেশে যোগ দিন।

বাবা মার খেদমতের গুরুত্ব সংক্রান্ত হক্কানী উলামায়ে কেরামদের বয়ান এর রেকর্ড শুনবেন।
পুরুষ হলে দাওয়াত ও তাবলিগের মেহনতের সাথে যুক্ত হোন।

বাবা মা নামক আল্লাহর দেয়া এই নিয়ামতকে সব সময় স্বরন করুন।
এই নিয়ামত চলে যাওয়ার পর নিজের অবস্থা কেমন হবে,সেটি নিয়ে ভাবুন।

মুহাব্বত ভালোভাবে না তৈরী হলেও আপনি তাদের সাথে উত্তম আচরণ চালিয়ে যাবেন
তারা কষ্ট পায়,এমন কোনো আচরন করবেননা।
এটিই যথেষ্ট হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...