আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
753 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)
edited by
আসসালামু আলাইকুম হজরত,

ইনশাআল্লাহ শব্দটা যদি আমি ইংরেজীতে লিখতে চাই তাহলে কীভাবে লিখবো।নিচে আমি দুইভাবে লিখতেছি,

Insha'Allah

In-sha-Allah

এই দুইপ্রকারের মধ্যে কোনটা সঠিক ।

অথবা ইংরেজীতে কীভাবে লিখলে সঠিক হবে যাতে আরবি অর্থ ঠিক থাকে।

1 Answer

0 votes
by (574,470 points)
edited by
উত্তর
وعليكمالسلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 
,
একটি মূলনীতি হলো আরবী ভাষাকে অন্য ভাষায় লেখা অনেকটায়  কঠিন কাজ।
অনেক সময় অসবম্ভবও বটে। 
এই  ان شاء الله  ইংরেজিতে লেখার ক্ষেত্রে অনেকেই অনেক ভাবে লিখে।
প্রত্যেক লেখার উপরেই কিছু  প্রশ৷ উঠেই।
শা এর মদ (টান) আছে,আল্লাহ শব্দের আলিফ ঠিক ভাবে উচ্চারন করতে হবে। 
আল্লাহ শব্দ পুর করে পড়তে হবে।
সবমিলেয়ে ইংরেজিতে এটা লেখা অনেকটাই অসম্ভব।
তাই এখানে মূল বিষয় হলো মুখে উচ্চারণ করা জানতে হবে,লেখা মূল নয়। 
তবে যথা সম্ভব যেটা সঠিকতার কাছা কাছি হয়,সেইভাবেই লেখা উত্তম।

إن شاء الله এ তিন শব্দের মানে “যদি চান আল্লাহ্” (If Allah wills)

তাই তিন শব্দে ইংরেজিতে লিখলে তো খুবই ভাল, In Shaa Allah

কিন্তু সবাই লিখার সময় কিন্তু মনে মনে এটা ভেবেই লিখে “যদি আল্লাহ ইচ্ছা করেন” আর পড়ার সময় এটা ভেবেই পড়ে। 

আরেকটা ব্যাপার, আমাদের দেশে এটা সমস্যা হয় না। তবে বাহিরের দেশে, যেখানে ইংরেজি মাতৃভাষা বা অফিসিয়াল ভাষা সেখানে কোন মুসলিম যখন In Shaa Allah লিখেন তখন সেটা অনেক ক্ষেত্রে confusing হয়ে দাঁড়ায় অমুসলিমদের জন্য, তারা In কে preposition ধরে নিয়ে পড়ে যায়... (-শেখ আসিম আল হাকিম, ইসলামিক স্কলার)।

সেক্ষেত্রেই অর্থগত সমস্যা হয়ে দাঁড়ায়। এজন্যই হয়ত এক সময় মুসলিমরা Inshallah লিখা শুরু করেন। এবং এক্ষেত্রেও অর্থগত কোন সমস্যা নেই। 

সত্যি বলতে, যাকে বলছেন সে বুঝতে পারছে কিনা, আর আপনি যা মনে মনে বলছেন বা মিন করছেন সেটা ঠিক আছে কিনা সেটাই হল বিবেচ্য বিষয়। 

শেষ কথা, In Shaa Allah লিখাই ভালো।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...