আসসালামু আলাইকুম,
উস্তাদ,
আপনাদের কাছ থেকে অনেক জরুরি প্রশ্নের উত্তর পেয়েছি, জাযাকুমুল্লাহু খয়রন।
আল্লাহ আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ, সম্মান, মর্যাদা দান করুন।
আজ ও কিছু জানতে চাচ্ছি -
১.তাহাজ্জুদের সালাতের নিয়ত কি করবো? ২ রাকাত নফল সালাত আদায় করছি নাকি ২ রাকাত কিয়ামুল লাইল/ তাহাজ্জুদ আদায় করছি?
২.ঘুম থেকে উঠে কি হাত ধুয়ে নিতে হয়? হাত ধুইলে কতোটুকু ধুতে হবে?
৩.আব্বু আম্মু বা স্বামীর পক্ষ থেকে আমি যদি সাদাকা করতে চাই, তাহলে কি মুখে নিয়ত করতে হবে নাকি মনে করলে হবে?
৪.আমি তো জানি যে সব মুসলিম বিনা হিসাবে জান্নাতে যাবে না, এটাও জানি যে সব মুসলিম জান্নাতুল ফেরদৌস পাবে না।
তবুও কি আমি আল্লাহর প্রতি সুধারণা রেখে,দুআ কবুল হবেি এই বিশ্বাস নিয়ে এই দুআ করতে পারি যেনো আল্লাহ সব মুসলিমদের বিনা হিসাবে জান্নাতে প্রবেশের ব্যবস্হা করে দেন,যেনো সব মুসলিম জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হতে পারে।এমন দুআ করা যাবে কি?