আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
122 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (27 points)
আসসালামু আলাইকুম,
উস্তাদ,
আপনাদের কাছ থেকে অনেক জরুরি প্রশ্নের উত্তর পেয়েছি, জাযাকুমুল্লাহু খয়রন।
আল্লাহ আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ, সম্মান,  মর্যাদা দান করুন।

আজ ও কিছু জানতে চাচ্ছি -

১.তাহাজ্জুদের সালাতের নিয়ত কি করবো? ২ রাকাত নফল সালাত আদায় করছি নাকি ২ রাকাত কিয়ামুল লাইল/ তাহাজ্জুদ আদায় করছি?

২.ঘুম থেকে উঠে কি হাত ধুয়ে নিতে হয়?  হাত ধুইলে কতোটুকু ধুতে হবে?

৩.আব্বু আম্মু বা স্বামীর পক্ষ থেকে আমি যদি সাদাকা করতে চাই, তাহলে কি মুখে নিয়ত করতে হবে নাকি মনে করলে হবে?

৪.আমি তো জানি যে সব মুসলিম বিনা হিসাবে জান্নাতে যাবে না, এটাও জানি যে সব মুসলিম জান্নাতুল ফেরদৌস পাবে না।
তবুও কি আমি আল্লাহর প্রতি সুধারণা রেখে,দুআ কবুল হবেি এই বিশ্বাস নিয়ে এই দুআ করতে পারি যেনো আল্লাহ সব মুসলিমদের বিনা হিসাবে জান্নাতে প্রবেশের ব্যবস্হা করে দেন,যেনো সব মুসলিম জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হতে পারে।এমন দুআ করা যাবে কি?

1 Answer

0 votes
by (589,200 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
তাহাজ্জুদের দু রাকাত নফল নামাযের নিয়তে এখন নামায পড়ছি, এভাবেই রাকাত বাধবেন। কিয়ামূল লাইল। কিয়ামুল লাইল বলা হয়, তারাবিহর নামাযকে।সুতরাং তাহাজ্জুদের নামায পড়ার নিয়তে আপনি রললসণ

(২)
https://www.ifatwa.info/9639 নং ফাতাওয়ায় বলেছি যে,
আল্লামা বদরুদ্দীন আইনি রাহ,অজুর বিশটি সুন্নতের একটি গণ্য করেন, অজুর পূর্বে দুনু হাতকে কবজি পর্যন্ত ধৌত করা। সুতরাং রাতে ঘুম থেকে উঠে দুনু হ্তকে কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত।যদি কেউ না ধৌত করে,তাহলে অজুর পানি নষ্ট হবে না।তবে এ বিষয়ে উলামাদের মতবেদ রয়েছে।
(الثالثة: غسل اليدين إلى الرسغين ثلاثاً للقائم من نومه) لما روى مالك في الموطأ: أخبرنا أبو الزناد عن الأعرج، عن أبي هريرة: أن رسول الله صلى الله عليه وسلم قال: "إذا استيقظ أحدكم من نومه فليغسل يده قبل أن يدخلها في وضوئه فإن أحدكم لا يدري أين باتت يده". وفي سنن أبي داود عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "إذا قام أحدكم من الليل فلا يغمس يده في الإناء حتى يغسلها ثلاث مرات فإنه لا يدري أين باتت يده" وفي صحيح مسلم: "إذا استيقظ أحدكم من نومه فلا يغمس يده في الإناء حتى يغسلها ثلاثاً فإنه لا يدري أين باتت يده" وفي جامع الترمذي "إذا استيقظ أحدكم من الليل فلا يدخل يده في الإناء حتى يفرغ عليها مرتين أو ثلاثاً فإنه لا يدري أين باتت يده" قال أبو عيسى: هذا حديث حسن صحيح.
(মিনহাতুস-সুলুক ফি তুহফাতিল মুলুক-১/৫৫)

(৩)
মনের নিয়তই যথেষ্ট।

(৪)
জ্বী, এমন দু'আ আপনি করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,200 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...