আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
199 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (3 points)
আমি আমেরিকাতে থাকি। এখানে অনেক খাবারে কোশার(যেটা ইহুদিদের হালাল খাবারের সার্টিফিকেশন) লোগো থাকে। মুসলিমদের জন্য কি এই খাবার গুলো খাওয়া জায়েজ? এখানে হালাল মাংস পাওয়া গেলেও বিস্কিট, ব্রেড, বাটার, চিপ্স, চকোলেট এসব খাবারে হালাল উপাদান খুজে পাওয়া খুব কঠিন। তাই এদের মধ্যে যেগুলোতে কোশার লেখা বা কোশার সার্টিফিকেশন থাকে সেগুলো খাওয়া কি জায়েজ হবে কিনা। এখানে কোশার সার্টিফাইড খাবার সহজলভ্য।

1 Answer

0 votes
by (589,140 points)
edited by


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/4747 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
মাছ এবং টিড্ডি ব্যতীত সমস্ত প্রাণীকে জবাই করার সময়ে বিসমিল্লাহ বলতে হবে। জবেহকারী মুসলিম হতে হবে।আহলে কিতাব তথা ইহুদী খৃষ্টানরা যদি তাদের ধর্মমত সঠিক ভাবে জবাই করে তবে তাদের খাবার খাওয়াও জায়েয রয়েছে।

الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَطَعَامُ الَّذِينَ أُوتُواْ الْكِتَابَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلُّ لَّهُمْ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُواْ الْكِتَابَ مِن قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلاَ مُتَّخِذِي أَخْدَانٍ وَمَن يَكْفُرْ بِالإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হল। আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্যে হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর তাদেরকে স্ত্রী করার জন্যে, কামবাসনা চরিতার্থ করার জন্যে কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্যে নয়। যে ব্যক্তি বিশ্বাসের বিষয় অবিশ্বাস করে, তার শ্রম বিফলে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে।(সূরা মায়েদা-৫)

তাছাড়া অন্যান্য অমুসলিম যদি কোনো প্রাণী জবাই করে তবে সেই প্রাণী ভক্ষণ করা কখনো জায়েয হবে না।সে হিসেবে হিন্দুদের জবাইকৃত প্রাণী খাওয়া কখনো জায়েয হবে না।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু ইহুদি খৃষ্টান যদি তাদের ধর্মমতে জবাই করে, তাহলে তাদের জবাইকৃত প্রাণী খাওয়া যায়,তাই শুকর ব্যতিত অন্যান্য মাংসের ক্ষেত্রে যদি কোশাই লিখা থাকে, তাহলে ঐ খাবার আপনি গ্রহণ করতে পারবেন। তবে মাংস ব্যতিত অন্যান্য খাবারের মধ্যে মদ যেহেতু তাদের ধর্মমত হালাল, তাই এক্ষেত্রে কোশাই লিখা ঐ জিনিষটি হালাল হওয়ার জন্য যথেষ্ট নয়। সুতরাং বিস্কুট ইত্যাদিতে মদ রয়েছে কি না? সে সম্পর্কে একটু খোজখবর নিয়েই তবে আপনি এগুলো ক্রয় করবেন।

জবাবটি অস্পষ্ট মনে হলে কমেন্ট করবেন।জাযাকাল্লাহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,140 points)
উত্তর লিখা হয়েছে।
by
জ্বী উত্তরটি বুঝতে পেরেছি ভাই। সামনে খাবার কেনার সময় আরো সতর্ক থাকবো। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আমিন

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 176 views
...