আসসালামু আলাইকুম,
আমি প্রবাসে থেকে পড়াশোনা করি। আমার রুমমেট একজন ভিনদেশী মুসলিম ভাই।
আমার রুমমেট তার দেশের ব্যাংক থেকে সুদে লোণ নিয়ে এইখানে পড়াশোনা করছে। ইউনিভার্সিটি এর খরচ ওই ব্যাংকের টাকা থেকে দেয় এবং আমার মনে হয়, সে খাবার দাবার এর খরচ ও ওই টাকা থেকে দেয়। যদিও, তার মা দেশে ভালো জব করে (মানে অন্য ইনকামের সোর্স আছে)।
যেহেতু একসাথে থাকি, তাই মাঝে সাঝে, আমি তার রান্না করা খাবার খাই। আমিও তাকে আমার রান্না করা খাবার দেই। এখন, তার এই রান্না করা খাবার খওয়া টা কি আমার ঠিক হচ্ছে? যদিও আমি পুরা শিওর না কিন্তু অনেকটা শিওর যে খাবার দাবার এর খরচ ওই ব্যাংক এর টাকা থেকে দেয়।
আমার নিয়ত আছে তার রান্না কৃত খাবার আর না খাওয়ার। কিন্তু, সামনে রমজান, অনেক সময় ইফতারি বা সেহেরী তে সে তার রান্না করা খাবার দিতে পারে, আমাকে সাথতে পারে ওই ক্ষেত্রে না খাওয়া বা না করা কি উচিত হবে? আর আমি তাকে ডাইরেক্ট সুদের কথা বলতেও পারছি না অথবা জিজ্ঞেস ও করতে পারছি না যে "সে কি সুদের টাকা থেকে খাওয়া দাওয়া করছে নাকি?" ।
আমার জানামতে, সে ও তার পরিবার মোটামোটি ভালো ভাবেই ইসলাম কে মেনে চলে। কিন্তু কিভাবে সুদের সাথে জড়িয়ে গেলো জানা নেই।
এখন, এইক্ষত্রে আমি কি করতে পারি?