বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
এ ধরনের বিধা কুরআন এর কোথাও নেই।
এটি ভিত্তিহীন।
(০২)
এতে শিরক হবেনা।
(০৩)
এতে মুসলিমকে গালি দেয়া হয়।
যাহা জায়েজ নয়।
(০৪)
বেশ ধারণ করার অন্যতম মাধ্যম হল পোষাক। অতএব নারীর জন্য পুরুষের পোষাক পরিধান করা আর পুরুষের জন্য নারীর পোষাক পরিধান করা হারাম ও কবীরা গুনাহ।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশধারণকারী পুরুষের উপর আর পুরুষের বেশধারণকারিনী নারীর উপর লানত করেছেন।-বুখারী, হাদীস : ৩৮৮৫
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত অন্য হাদীসে বলা হয়েছে, নারীর পোষাক পরিধানকারী পুরুষকে এবং পুরুষের পোষাক পরিধানকারী নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন।-আবু দাউদ, হাদীস : ৪০৯২
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উল্লেখিত পোশাক মহিলাদের জন্য ব্যবহার জায়েজ নয়।
(০৫)
শুধুমাত্র স্বামীর সামনে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এটিকে কিছু ইসলামী স্কলারগন বৈধতা দিয়েছেন।
(০৬)
হ্যাঁ যাবে।
(০৭)
হ্যাঁ গুনাহ হবে।
(০৮)
হ্যাঁ পারবেন।