প্রিয় শায়েখ,
আসসালামু আ'লাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
আমি একজন প্রবাসী বাঙ্গালি। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি।
আমি যে দেশে থাকি সেখানে ইনকাম ট্যাক্স অনেক বেশি, তাই প্রতি মাসের বেতন থেকে অফিস কতৃক ইনকাম ট্যাক্স কেটে রাখে।
অফিস থেকে সরকারি ফর্মে যে বেতন দেখাতে চাচ্ছে তা আমার মোট বেতনের ৪ ভাগের ১ ভাগ। যার দরুন ট্যাক্স অনেক কম আসবে। আমি এখানে নতুন, যারা পুরোনো তাদের সবার বেতন প্যাটার্ন ওই একই কাঠামোতে সরকারি অফিসে জমা দেয়া। মানে সবাই ট্যাক্স কম দেয়।
আমি আমার নিবন্ধনের কাজটা বন্ধ রাখতে বলেছি।
১। আমার জন্য অফিসের সবার হিসাবে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কি করবো?
২। যদি অফিস থেকে নতুন প্যাটার্নে ট্যাক্স কাটে, তাহলে আমার বেতনের মধ্যে সরকারের ট্যাক্সের টাকা রয়ে গেল। সেক্ষেত্রে কি করবো?
৩। অফিসের রুলস মেনে নিতে আমি বাধ্য, তাই ওই বাড়তি টাকা আমার জন্য হালাল হবে কি? যদি না হয়, তবে এই বাড়তি টাকা আমি কি করবো? এদেশে নাকি বাংলাদেশে খরচ করা যাবে?
জাযাকাল্লাহ খায়ের প্রিয় শায়েখ
ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
প্রবাসী বাঙ্গালি