السلام علیکم ورحمة الله وبركاته
১. কোন মুসলিম নারীর মামা/চাচা/ভাই যদি অমুসলিম হোন৷ তিনি কি তার মাহরাম বলে বিবেচিত হবেন?
২. একটা বাচ্চা জন্ম নেয়ার পর তার মুখে মধু দেয়া, আজান দেয়া, ৭ দিনে আকিকা করে নাম রাখা, সুন্নাতে খাতনা করানো ব্যতীত, অন্য কোন ফরজ, ওয়াজীব বা সুন্নাহ রয়েছে কি?
৩. থাকলে কি কি? এবং সমাদে যদি কোন প্রচলিত বি'দাত তাকে সেগুলো কি কি?
৪. কিছু আলেমগণ বলে থাকেন মাহরাম নিয়ে সফর করা হজ্জ্বের জন্য নির্দিষ্ট, লেখাপড়ার উদ্দেশ্যে দেশের বাহিরে পরিবেশ তার জন্য নিরাপদ হলে সে কি একা যেতে পারবে?