বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقَون
হে খবরদার গণ! আমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যে রূপ ফরজ করা হয়েছে পূর্ববর্তী লোকদের উপর, তোমাদের পরহেযগারী করতে পারবে।(সূরা বাকারা-১৮৩)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
রমজান মাসের উদ্দেশ্য হল, আল্লাহ তা'আলার নৈকট্যতা লাভ করা।
(২)
রজমান মাসের গুরুত্বপূর্ণ আ'মল হল
রমজানের রোযা রাখা
অন্যন্য মাসের মত এ মাসেও ফরযের সাথে সাথে নফল নামায পড়া।
বিশেষকরে তারাবিহর নামায পড়া
কুরআন তিলাওয়াত করা
সামর্থ্য থাকলে যাকাত ও নফল সদকাহ আদায় করা,দান করা।
এ মাসের একটি নফল অন্য মাসের একটি ফরযের সমতুল্য।