জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হ্যাঁ পারে।
(০২)
আমার জানা মতে দেয়ালে বা প্রাচীরে বা দরজায় যদি কোনো ছিদ্র থাকে,তাহলে সেই ছিদ্রের মধ্য দিয়ে যাতায়াত করতে তারা সক্ষম।
(০৩)
আপনি এক্ষেত্রে একবার এক হাত দিয়ে বিড়াল সড়িয়ে দিতে পারবেন।
তবে বিড়ালের শরীরে ভেজা নাপাকি থাকা যাবেনা।
এতে আপনার হাতেও নাপাকি চলে আসবে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلاَةِ فَلاَ يَمْسَحِ الْحَصَى فَإِنَّ الرَّحْمَةَ تُوَاجِهُهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ مُعَيْقِيبٍ وَعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَحُذَيْفَةَ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي ذَرٍّ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَرِهَ الْمَسْحَ فِي الصَّلاَةِ وَقَالَ " إِنْ كُنْتَ لاَ بُدَّ فَاعِلاً فَمَرَّةً وَاحِدَةً " . كَأَنَّهُ رُوِيَ عَنْهُ رُخْصَةٌ فِي الْمَرَّةِ الْوَاحِدَةِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ .
সাঈদ ইবনু আবদির রহমান আল-মাখযূমী (রহঃ) .... আবূ যর্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ যখন সালাতে দাঁড়াবে, তখন কাঁকর সরাবে না। কারণ তখন তো আল্লাহর রহমত তোমার সামনে। - ইবনু মাজাহ ১০২৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৭৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে মুআয়কিব, আলী ইবনু আবী তালিব, হুযায়ফা এবং জাবির ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ যর্ বর্ণিত হাদীসটি হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি সালাতে কিছু মোছা না-পছন্দ করতেন। তিনি বলেছেনঃ যদি কারো তা করতেই হয় তবে মাত্র একবার করবে। এতে বুঝা যায়, একবার করার অবকাশ থাকার বিষয়টিও তাঁর থেকেই বর্ণিত আছে। আলিমগণ এই হাদীসের মর্মানুসারে আমল গ্রহণ করেছেন।
(তিরমিজি ৩৭৯)
(০৪)
আপনার খুশু খুজুতে সমস্যা হলে একবার এক হাত দিয়ে সড়াতে পারেন।
(০৫)
পঠিত আয়াতের অর্থ নিয়ে চিন্তা করবেন।
ইমামের পিছনে হলে আয়াত মনোযোগ সহকারে শুনবেন।
একাকী নামাজ আদায় কারী হলে আয়াত গুলি এমন আওয়াজে তিলাওয়াত করবেন,যাতে যদি ফ্যান না থাকতো,তাহলে নিজ কানে তিলাওয়াতের আওয়াজ আসতো ,এমন আওয়াজে তিলাওয়াত করবেন।
(০৬)
রমজানে শুধু ইশা আর ফজর সালাত উদ্দেশ্য।
তারাবীহ নয়।
বাসায় জামাত করে পড়লেও ফজিলত পাওয়া যাবে।
তবে বিনা ওযরে মসজিদ কাছে থাকা সত্ত্বেও এভাবে বাসায় জামাতের অভ্যাস গড়ে তোলা ফুকাহায়ে কেরামগন কঠোর ভাবে নিষেধ করেছেন।