ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَسَمَّوْا بِاسْمِي، وَلَا تَكْتَنُوا بِكُنْيَتِي
আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আমার নামে নাম রাখো কিন্তু আমার উপনামে রেখো না।
(আবু দাউদ ৪৯৬৫)
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعِيدٍ الطَّالْقَانِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُهَاجِرِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي عَقِيلُ بْنُ شَبِيبٍ، عَنْ أَبِي وَهْبٍ الْجُشَمِيِّ، وَكَانَتْ، لَهُ صُحْبَةٌ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَسَمَّوْا بِأَسْمَاءِ الأَنْبِيَاءِ وَأَحَبُّ الأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَأَصْدَقُهَا حَارِثٌ وَهَمَّامٌ وَأَقْبَحُهَا حَرْبٌ وَمُرَّةُ " .
হারুন ইবন আবদুল্লাহ (রহঃ) ......... জুশামী (রাঃ) থেকে বর্ণিত এবং তিনি সাহাবী ছিলেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা নবীদের নামে নাম রাখবে। আর আল্লাহ্র সব চাইতে প্রিয় নাম হলো-আবদুল্লাহ এবং আবদুর রহমান এবং সব চাইতে উত্তম নাম হলোঃ হারিছ ও হাম্মাম এবং নিকৃষ্ট নাম হলো - হারব (যুদ্ধ) ও মুররা (তিক্ত)।
(আবু দাউদ ৪৮৬৬)
قال المناوی وعبد اللّٰہ أفضل مطلقًا حتّیٰ من عبد الرّحمٰن وأفضلہا بعدہما محمّد ثمّ أحمد ثمّ إبراہیم․ (شامی: ۵۹۷/۹) وقد نقل أنّ فیہا تُربة المُحمّدِین، دُفِن فیہا نحو من أربعمائة نفس کلٌّ منہم یقال لہ محمّد․(شامی: ۱۵۰/۱/المقدمة، ط: زکریا)
সারমর্মঃ
মুনাবী রহঃ বলেন আব্দুল্লাহ সর্ব সম্মতিক্রমে সবচেয়ে উত্তম নাম।
এর পরে আব্দুর রহমান, এ দুটির পর মুহাম্মাদ এর পর আহমাদ এর পর ইবরাহিম
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
ছেলে সন্তান এর নাম শুধুই মুহাম্মদ রাখা যাবে।
আপনি যেই নিয়ত করেছেন এটি মাশাআল্লাহ অনেক ভালো নিয়ত।
(০২)
বেশি কুরআন তিলাওয়াত এর চেষ্টা করবেন।
এটিই উত্তম আমল হবে।
রাসুলুল্লাহ সাঃ এ মাসে অনেক বেশি তিলাওয়াত করতেন।
কুরআন তিলাওয়াত শুদ্ধ ভাবে না পড়তে পারলে কুরআন শুদ্ধের চেষ্টা প্রচেষ্টা এ মাসে চালিয়ে যাবেন।
(০৩)
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ