আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
216 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (20 points)
আসসালামু আ'লাইকুম ওয়াহরহমাতুল্লোহি ওয়াবারকাতুহ,
১/উস্তাজ ছেলে সন্তান এর নাম শুধুই মুহাম্মদ রাখা যাবে? আমার ইচ্ছে আমার ছেলে সন্তান হলে মুহাম্মদ রাখবো আমার প্রিয় রাসূল কে ভালোবেসে এই নাম টা রাখতে চাই।  তো আমাকে একজন বলেছে এভাবে রাখা যাবেনা গুনাহ হবে। না জায়েজ ও তাই আমাকে জানাবেন ইন শা আল্লহ।
২/রমাদ্বান আসছে আর কদিন বাকী উস্তাজ আমরা এই রমাদ্বান এ কি কি জিকির ও দুয়া তে লিপ্ত থাকতে পারি যা আমাদের আমলের খাতাকে ভাড়ী করবে।
৩/আমি একজন মেয়ে তো আমি অনেক আগে থেকে জিয়ত করেছি এবার বেচে থাকলে ইত্তেকাফ নিব কিন্তু আমি জানিনা কিভাবে ইত্তেকাফ নিব ঘড়ে বসে।  আমাকে জানাবেন মেয়েরা কিভাবে ইত্তেকাফ নিবে।
জাজাকাল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (579,990 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
হাদীস শরীফে এসেছেঃ 
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَسَمَّوْا بِاسْمِي، وَلَا تَكْتَنُوا بِكُنْيَتِي
আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আমার নামে নাম রাখো কিন্তু আমার উপনামে রেখো না।
(আবু দাউদ ৪৯৬৫)

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعِيدٍ الطَّالْقَانِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُهَاجِرِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي عَقِيلُ بْنُ شَبِيبٍ، عَنْ أَبِي وَهْبٍ الْجُشَمِيِّ، وَكَانَتْ، لَهُ صُحْبَةٌ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَسَمَّوْا بِأَسْمَاءِ الأَنْبِيَاءِ وَأَحَبُّ الأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَأَصْدَقُهَا حَارِثٌ وَهَمَّامٌ وَأَقْبَحُهَا حَرْبٌ وَمُرَّةُ " .
হারুন ইবন আবদুল্লাহ (রহঃ) ......... জুশামী (রাঃ) থেকে বর্ণিত এবং তিনি সাহাবী ছিলেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা নবীদের নামে নাম রাখবে। আর আল্লাহ্র সব চাইতে প্রিয় নাম হলো-আবদুল্লাহ এবং আবদুর রহমান এবং সব চাইতে উত্তম নাম হলোঃ হারিছ ও হাম্মাম এবং নিকৃষ্ট নাম হলো - হারব (যুদ্ধ) ও মুররা (তিক্ত)।
(আবু দাউদ ৪৮৬৬)

قال المناوی وعبد اللّٰہ أفضل مطلقًا حتّیٰ من عبد الرّحمٰن وأفضلہا بعدہما محمّد ثمّ أحمد ثمّ إبراہیم․ (شامی: ۵۹۷/۹) وقد نقل أنّ فیہا تُربة المُحمّدِین، دُفِن فیہا نحو من أربعمائة نفس کلٌّ منہم یقال لہ محمّد․(شامی: ۱۵۰/۱/المقدمة، ط: زکریا)
সারমর্মঃ
মুনাবী রহঃ বলেন আব্দুল্লাহ সর্ব সম্মতিক্রমে সবচেয়ে উত্তম নাম।  
এর পরে আব্দুর রহমান, এ দুটির পর মুহাম্মাদ এর পর আহমাদ এর পর ইবরাহিম

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
ছেলে সন্তান এর নাম শুধুই মুহাম্মদ রাখা যাবে।
আপনি যেই নিয়ত করেছেন এটি মাশাআল্লাহ অনেক ভালো নিয়ত।

(০২)
বেশি কুরআন তিলাওয়াত এর চেষ্টা করবেন।
এটিই উত্তম আমল হবে।
রাসুলুল্লাহ সাঃ এ মাসে অনেক বেশি তিলাওয়াত করতেন।
কুরআন তিলাওয়াত শুদ্ধ ভাবে না পড়তে পারলে কুরআন শুদ্ধের চেষ্টা প্রচেষ্টা এ মাসে চালিয়ে যাবেন।

(০৩)
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...