আসসালামু আলাইকুম।
আমি বিল্ডিং এর বিভিন্ন কাঁচামাল সাপ্লায়ের ব্যবসা করি। ব্যবসায় আমার কোন ইনভেস্টমেন্ট নেই। দীর্ঘদিন ডেভেলপার কোম্পানিতে চাকুরীর সুবাধে আমার অনেক পরিচিত মানুষ আছে যাদের বালু, ইট, পাথরের মত কাঁচামাল লাগে। আমি আমার পরিচিত এক ব্যবসায়ীর থেকে কাঁচামাল বাকিতে নিয়ে ডেলিভারী দেই। নিজে কিছুটা লাভ রেখে পরবর্তীতে বিল পাওয়ার পর যিনি কাঁচামাল সরবরাহ করেন তার মূল্য পরিশোধ করে দেই।
আমার জানতে চাওয়া হলো এ ব্যবসায় তো শরীয়তের কোন বিধিনিষেধ নেই?