১.আমার এক বোন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন।তার তিন মাসের সালাত ও ৪৫ দিনের রোজা রাখতে পারেনি।এখন কিভাবে ফিদিয়া আদায় করতে কত? জন প্রতি বর্তমান খরচ সহ জানালে উপকৃত হতাম উস্তাজ। সালাত এবং রোজার আলাদা ফিদিয়ার হিসাব টা জানাবেন উস্তাজ।
২.মৃত ব্যক্তি আমার বান্ধুবী, তাকে শেষ বার দেখতে যেতে পারিনি।খুব অনুতপ্ত লাগছে,কিভাবে তার জন্য দুয়া করতে পারি যেন আল্লাহ তাকে তার প্রিয় বান্দাদের মত কবরের জীবনটা অতিবাহিত করান ও আল্লাহ তাকে ক্ষমা করে দেন?