আমি আমার আত্মীয়কে কিছু টাকা (ধরুন দশ লাখ টাকা) ধার দিয়েছিলাম। টাকাটা নেয়ার সময় সেই আত্মীয় আমাকে বলেছিলো, "যেহেতু বিপদের সময় আমি তাকে সাহায্য করছি, তাই ফেরত দেয়ার সময় তিনি খুশি হয়ে আমাকে এক লাখ টাকা বেশি দিবেন।"
আমি কিন্তু টাকাটা ধার দেয়ার সময় নিজে থেকে কিছু চাইনি। তিনি নিজে থেকেই আমাকে বেশি দেয়ার কথা বলেছেন। এখন টাকা ফেরত নেয়ার সময়, আমার আত্মীয়কে যদি সেই খুশি হয়ে অতিরিক্ত দেয়ার কথা মনে করিয়ে দিলাম এবং প্রথমে তিনি বললেন, তিনি খুশি হয়ে ৫০ হাজার দিবেন।
আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।"
তারপর তিনি বললেন, ৫০ হাজারে খুশি না তুমি ? তারপর জিজ্ঞেস করলেন, কত হলে খুশি হবা ?
আমি বললাম, "এক লাখ দিলে ভালো হয়"।
তারপর তিনি বললেন, "ঠিক আছে। আমি এক লাখই দিবো। তোমাকে আমি অখুশি রাখবো না।"
এখন সেই অতিরিক্ত এক লাখ টাকাটা কি আমার জন্য হালাল হবে ?