আসসালামু আলাইকুম হুজুর।
১।যদি এমন হয়। কোন স্বামী তার স্ত্রীকে বললো যে, ""কোনদিন কিন্তু দুইজন দুইজনকে বিন্দু পরিমান ঠকানো যাবে না। তাহলে কিন্তু সম্পর্ক হারাম হয়ে যাবে।""
স্বামী নাকি শুনেছে বউ যদি জামাইকে ঠকায় তাহলে তাদের সম্পর্ক হারাম হয়ে যায়। স্বামী যদি শর্ত দেওয়ার জন্য কথাটা না বলে শুধু এই ধারণা থেকে যদি স্বামী কথাটা বলে থাকে তাহলে কি ওই স্ত্রীর উপর কোন শর্ত পরবে??
স্ত্রী ওয়াসওয়াসার রোগী,, সে যাই করতে যায় মনে হয় স্বামী কে ঠকিয়ে ফেললো না তো?? রাস্তা ঘাটে চলাফেরা করতে গেলেও কারোর দিকে তাকালেও মনে হয় ঠকিয়ে ফেললো না তো??
তাই সে স্বামীকে জিজ্ঞেস করে ওইদিন সে অন্য কিছু মিন করেছিল কিনা??..."" স্বামী বলে এতকিছু জানো আর এইটা জানো না?? হুজুর রাও তো বলে পর নারী বা পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করলে বা স্বামীকে ঠকালে তাদের সংসার হারাম হয়ে যায়।""" স্ত্রী জানে যে ঠকালে সম্পর্ক হারাম হয়না বরং স্বামী এই ধরনের শর্ত দিলে তাহলে সমস্যা হয়।
স্বামী যদি এইরকম ধারণা থেকে কথাটা বলে যে,,,, যদি স্ত্রী এই ধরনের কিছু করে তাহলে সম্পর্ক হারাম হয়ে যায় বা তা-*** হয়ে যায়,,, এই ধারণা নিয়ে যদি স্ত্রীকে বলে "" কোনদিন বিন্দু পরিমান ঠকাইবা না তাইলে কিন্তু সম্পর্ক হারাম হয়ে যাবে""
এইভাবে বললে কি শর্ত পরবে??
স্বামী বলেছে সে ডিরেক্ট ওইসব মিন করে বলেনি,,,,হুজুরদের থেকে নাকি শুনেছে তাই এইভাবে কথাটা বলেছে।
২।হুজুর কোন স্বামী যদি স্ত্রীকে শর্তমূলক কথা বলে,, যে অমুক কাজ করলে সম্পর্ক হারা* হয়ে যাবে। স্ত্রী ভয় পেয়ে স্বামীকে সেইদিনের কথাটা জিজ্ঞেস করে যে স্বামী কবে থেকে শর্ত দিয়েছিল?? বিদেশ যাওয়ার পরের কথা নাকি আগের কথা?? স্বামী বলেছে বিদেশ যাওয়ার পরের কথা বলেছিল। স্ত্রী হচ্ছে ওয়াসওয়াসার রোগী তাই তার একেক সময় একেক্টা মনে হয় আর সন্দেহ হয়।
মনে হয় বিদেশ যাওয়ার আগের কথাই বলেছিল কিনা? আবার মনে হয় যেদিন কথাটা হয়েছিল সেদিন বিদেশ যাওয়ার আলোচনা হচ্ছিল। স্বামী বিশ্বাসের সাথে বলেছিল সে বিদেশ যাওয়ার পরের কথা বলেছে। এখন স্ত্রী কোনটা সত্যি ধরে নিবে?
৩।স্বামী মূলত বুঝিয়েছিল বিদেশ যাওয়ার পরের কথা। অর্থাত সে মনে মনে এই নিয়তেই যদি কথাটা বলে থাকে যে তার বিদেশ যাওয়ার পর যাতে বউ এই কাজ না করে,,,কিন্তু বলার সময় বলে থাকে,"" অমুক কাজ করবা না কিন্তু, তাহলে কিন্তু সম্পর্ক হারা* হয়ে যাবে"" এইখানে সে বিদেশ যাওয়ার কথাটা উল্লেখ করেনি কিন্তু তার নিয়তে ছিল বিদেশ যাওয়ার পরের কথা৷ আর সে সময় বিদেশ যাওয়ার আলোচনাই হচ্ছিল।
তাহলে এই শর্ত কি বিদেশ যাওয়ার পর থেকে পরবে নাকি আগেই? যেহেতু স্বামী বাক্যটা বলার সময় বিদেশ যাওয়ার কথা উল্লেখ করেনি,,,কিন্তু সে মূলত বিদেশ যাওয়ার পরের কথাই বুঝাতে চেয়েছিল.