আমার খালাতো বোনের জন্মের পর মিরা নাম রাখা হয়েছিলো, এখন বয়স ৬ বছর হয়েছে, জন্ম নিবন্ধন কার্ডে নাম দিতে হবে। গুগলে দেখলাম ' মীরা ' নামের অর্থ - কৃষ্ণের ভক্ত, আবার ' মিরা ' নামের অর্থ - সক্রিয়, বন্ধুত্বপূর্ণ, আধুনিক। এখন দ্বিতীয় বানানের নামটি কি রাখা জায়েয হবে, নাকি বদলে ফেলতে হবে?