Assalamu alaikum,
আমি জানতে চাচ্ছিলাম যে যার উপর যাকাত ফরজ, তাকে না জানিয়ে যদি যাকাত আদায় করা হয় তাহলে কি যাকাত আদায় হবে কিনা, আমার বাবা পেনশন এর সময়ে আমাকে ব্যবসা করার জন্য ঘরের সিকিউরিটি বাবদ 2 লাখ টাকা দিয়েছিল আর বলেছেন যে কোনও সময় ঘর ছেড়ে দিলে তার টাকা তাকে ফেরত দেওয়ার জন্য। এখন ও আমি ব্যবসা করে যাচ্ছি ঘর ও ছাড়ি নাই, আরো 1 বছর বাকি আছে দোকানের মেয়াদ.
এখন আমি আমার বাবা কে বলেছিলাম যাকাত এর কথা ওনি কিছু বলেন না আর এ পর্যন্ত কোনও যাকাত দেননি এখন আমি কি উনার যাকাত আদায় করতে পারবো.