ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেনঃ
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ [٢٢:٣٢
এটা শ্রবণযোগ্য কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তাতো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত। [সূরা হাজ্জ্ব-৩২]
সম্মান প্রদর্শন একটা আপেক্ষিক বিষয়;
আমরা জানি-এক জায়গায় কোনো একটা কাজকে সম্মান বলা হলেও ভিন্ন জায়গায় ঐ কাজকে অসম্মানের মনে করা হয়। তাই যে সমাজে কোনো কিছুর দিকে পা রাখাকে অসম্মানের মনে করা হয় সে সমাজে অবশ্যই কা'বা অবস্থানের দিকের প্রতি পা রাখা জায়েয হবে না।এমনকি অসম্মানের জন্য যদি কেউ কা'বা র দিকে পা রাখে তাহলে সেটা কুফুরী কাজ হবে।
সু-প্রিয় পাঠকবর্গ!
উপরোক্ত আলোচনার ভিত্তিতে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারব যে,পশ্চিম দিকে পা রাখা- জায়েয/নাজায়েয নির্ভর করবে,সম্মান প্রদর্শন হওয়া না হওয়া এর উপর।
অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নাজায়েয।আর না হলে নাজায়েয হবে না।ফুকাহায়ে কেরামদের নিম্নোক্ত আলোচনা থেকে বিষয়টা আরো স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে,...........এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/470
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) এরকম চাবির রিং স্কুল বেগে ঝুলিয়ে না রাখাই উত্তম হবে।
(২) যেহেতু তা কুরআনের আয়াত নয়, তাই হায়েয অবস্থায় বা অজু না থাকা অবস্থায় ধরতে কোনো বিধিনিষেধ নেই।
(৩)
ব্যাগে ঝুলিয়ে রাখলে ব্যাগটা যদি কখনো অসাবধানতার জন্য মাটিতে পড়ে যায়, তাহলে গোনাহ হবে না।তবে ঝুলিয়ে রাখাটা কখনো উচিৎ হবে না।
আল্লাহর নাম সাথে রাখার চেয়ে অন্তরে রাখা এবং জবান দ্বারা উচ্ছারণ করাই উচিৎ।