আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
127 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

শায়েখ, আমার একটা চাবির রিং আছে, যেটার একপাশে "আল্লাহর নাম" এবং অপরপাশে "মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" এর নাম লেখা আছে।

১. এইরকম চাবির রিং কি স্কুল ব্যাগে ঝুলিয়ে রাখা জায়েজ হবে?

২. হায়েজ অবস্থায় কিংবা অযু না থাকা অবস্থায় কি এই চাবির রিং ধরা যাবে?

৩. ব্যাগে ঝুলিয়ে রাখলে ব্যাগটা যদি কখনো অসাবধানতার জন্য মাটিতে পড়ে যায়, তাহলে কি গুনাহ হবে?

মূলত ভালোবেসেই চাবির রিংটা কেনা হয়েছিলো, চাবি রাখার জন্য না। ব্যাগে ঝুলিয়ে রাখার কারণ হচ্ছে সেটাকে সাথে রাখা...সৌন্দর্যের জন্য না।

1 Answer

+1 vote
by (597,330 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেনঃ
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ [٢٢:٣٢
এটা শ্রবণযোগ্য কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তাতো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত। [সূরা হাজ্জ্ব-৩২]

সম্মান প্রদর্শন একটা আপেক্ষিক বিষয়;
আমরা জানি-এক জায়গায় কোনো একটা কাজকে সম্মান বলা হলেও ভিন্ন জায়গায় ঐ কাজকে অসম্মানের মনে করা হয়। তাই যে সমাজে কোনো কিছুর দিকে পা রাখাকে অসম্মানের মনে করা হয় সে সমাজে অবশ্যই কা'বা অবস্থানের দিকের প্রতি পা রাখা জায়েয হবে না।এমনকি অসম্মানের জন্য যদি কেউ কা'বা র দিকে পা রাখে তাহলে সেটা কুফুরী কাজ হবে।

সু-প্রিয় পাঠকবর্গ!
উপরোক্ত আলোচনার ভিত্তিতে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারব যে,পশ্চিম দিকে পা রাখা- জায়েয/নাজায়েয নির্ভর করবে,সম্মান প্রদর্শন হওয়া না হওয়া এর উপর।

অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নাজায়েয।আর না হলে নাজায়েয হবে না।ফুকাহায়ে কেরামদের নিম্নোক্ত আলোচনা থেকে বিষয়টা আরো স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে,...........এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/470

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) এরকম চাবির রিং স্কুল বেগে ঝুলিয়ে না রাখাই উত্তম হবে।

(২) যেহেতু তা কুরআনের আয়াত নয়, তাই হায়েয অবস্থায় বা অজু না থাকা অবস্থায় ধরতে কোনো বিধিনিষেধ নেই।

(৩)
ব্যাগে ঝুলিয়ে রাখলে ব্যাগটা যদি কখনো অসাবধানতার জন্য মাটিতে পড়ে যায়, তাহলে গোনাহ হবে না।তবে ঝুলিয়ে রাখাটা কখনো উচিৎ হবে না।

আল্লাহর নাম সাথে রাখার চেয়ে অন্তরে রাখা এবং জবান দ্বারা উচ্ছারণ করাই উচিৎ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...