বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
- ইমাম আবু হানিফা মাতুরিদি ছিলেন বিষয়টা আসলে এমন নয়,বরং বিষয়টা হল,ইমাম আবু-হানিফা রাহ এর অনুসারীদের মধ্যে একজন ছিলেন,আবুল হাসান মাতুরিদি।যিনি ইমাম আবু হানিফার মূলনীতির আলোকে মাতুরিদি আকাঈদকে ঢেলে সাজিয়েছিলেন।এবং পরবর্তী হানাফিগণ আবুল হাসান মাতুরিদিকে অনুসরণ করেছেন।সে হিসেবে বলা হয় যে,হানাফিগণ মাতুরিদি আকাঈদকে অনুসরণ করে থাকেন।বিস্তারিত জানুন-2615
- আশায়েরী বা মাতুরিদি আকাঈদকে অনুসরণ না করলে অবশ্যই বাতিল আকাঈদকে অনুসরণ করতে হবে।সে হিসেবে বলা যায় যে,আশায়েরী এবং মাতুরিদি এবং আছারি আকাঈদকে অনুসরণ করে না থাকলে,পথভ্রষ্ট হিসেবেই বিবেচিত হবে।