আসসালামু আলাইকুম হুজুর৷
১।কোন স্ত্রী যদি স্বামীকে বলে সে কোন একদিন চলে যাবে তার থেকে দূরে। স্ত্রী অভিমান করে বলে কথাটা। তারপর স্বামী যদি বলে,,, কোন একদিন চলে যাবা? তাহলে অপেক্ষা কেন করবা এখনই চলে যাও।
এই ঘটনার অনেকদিন পর স্ত্রী যদি স্বামীকে জিজ্ঞেস করে যে তার কোন ধরনের নিয়ত ছিল কথাটা বলার সময়?? স্বামী যদি বলে তুমি কেন বলেছিলে?? তোমার কোন নিয়ত ছিল?? স্ত্রী বলে আমার নিয়ত জরুরি না তোমারটাই আসল,,স্বামী বলে না তোমার নিয়ত ও আসল৷ স্বামী যদি প্রথমবার বলার সময় নিয়ত না থাকা সত্ত্বেও যদি স্ত্রী কে বলে,,, তোমার যে নিয়ত ছিল আমারও সেটাই৷ এইটা বললে কি সমস্যা হয়ে যাবে যদি স্ত্রীর নিয়তে তা**** থেকে থাকে??
স্বামী এইটা বলার পর যদি সাথে সাথেই আবার বলে থাকে যে তার কোন নিয়ত ছিল না বলার সময়,,,তাহলেও সমস্যা হবে??
কারন স্ত্রী যখন কথাটা বলেছিল তখন হয়তো তার মনে ***** থেকে থাকতে পারে। এখন স্বামী এইভাবে কথা বলে থাকলে কি সমস্যা হবে যে তোমার যে নিয়ত ছিল আমারও সে নিয়ত ছিল?? স্বামীতো বলেনি তার তা-**** নিয়ত ছিল। সে হয়তো ভেবেছে বউয়ের মনেও এমন কিছু ছিল না।
দয়া করে বলেন এইভাবে কথা বলার ফলে কি মিথ্যা স্বীকারোক্তি হবে??
২। স্বামী যদি ১ নাম্বার প্রশ্নে করা কথার মাধ্যমে বুঝিয়ে থাকে যে স্ত্রীর তা**** নিয়ত থাকলে তার ও ছিল,,তার নিয়ত না থাকলে সামীরও ছিল না। এই কথাটা কে সে মুখে প্রকাশ করে না বলে যদি শুধু বলে,,,,তোমার যে নিয়ত ছিল আমারও তাই ছিল। তাহলে সমস্যা হবে স্ত্রীর মনে তা**** নিয়ত থেকে থাকলে?? এইখানে স্বামির মাধ্যমে কি মিথ্যা স্বীকারোক্তি হবে?? সে এরকম বলেনি স্পষ্ট করে যে তার তা*** নিয়ত ছিল। তাহলে হুকুম কি??
৩। স্বামী একটা কথা একভাবে বলার পরে স্ত্রী যদি অন্য ভাবে উপস্থাপন করে প্রশ্ন করে,,, যেই প্রশ্নের উত্তর হতে পারে তা****। ভুল ভাবে বলার কারনে কি মিথ্যা স্বীকারোক্তি হবে?
স্বামী বলেছিল একভাবে আর স্ত্রী যদি বলে অন্য ভাবে,,,তাহলে??
৪। হুজুর ১ নাম্বার প্রশ্নে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা সন্দেহের বশে বলা হয়েছে। কারন স্বামী বলেছিল কিনা যে,,"""তোমার যে নিয়ত ছিল আমারও সেটা বলেছে কিনা শিউর না"" শুধু মনে আছে সে বলেছিল স্ত্রীকে যে তোমার নিয়ত কি ছিল?? ,, এই সব কথা,,তারপর স্বামী বলেছিল তার কোন নিয়ত নাই। কিন্ত এর মাঝে ১ নাম্বার প্রশ্নে উল্লিখিত কথাটা বলেছিল কিনা স্ত্রী মনে করতে পারছে না সন্দেহ হচ্ছে।।
এখন এইটা নিয়ে স্বামীকে প্রশ্ন করলে সে উলটা পালটা বলবে,,,, কারন সে অনেক ঘটনাই ভুলে যায়,, সে ওই কথা না বললেও স্ত্রী জিজ্ঞেস করলে বলে ফেলতে পারে যে," হ্যাঁ এরকম বলেছিলাম মনে হয়,,তো কি হয়েছে??" স্ত্রী ভয় পায় তাকে জিজ্ঞেস করলে যদি আবার এইভাবে উত্তর দেয় যেটার ফলে মিথ্যা স্বীকারোক্তি হয়ে যায় যদি?? তাই সে প্রশ্ন করতে পারছে না। কারন সে জানে তার সামীর মনে থাকবে না স্পষ্ট। তাহলে এখন করনীয় কি??
৫। হুজুর, কোন শর্তযুক্ত তা**** নিয়ত নিয়ে যদি কেউ মিথ্যা স্বীকারোক্তি দেয়,,, অর্থাত যখন কেনায়া বাক্য বলেছিল তখন নিয়িত না থাকলেও অনেক পরে মিথ্যা স্বীকারোক্তি দেয় নিয়তের বিষয়ে,, তাহলে এই মিথ্যা স্বীকারোক্তির ফলে সেই শর্ত কবে থেকে আরোপ হবে যেদিন মিথ্যা স্বীকারোক্তি দিয়েছে সেদিন থেকে??? নাকি প্রথম যেদিন নিয়ত ছাড়া বলেছিল সেদিন থেকে,,,?? কারন নিয়ত ছাড়া বলার পর হয়তো স্ত্রী সেই কাজ অনেকবার করেছে কিন্তু,,, পরবর্তীতে মিথ্যা স্বীকারোক্তি দিলে কি স্ত্রীর আগে করা কাজের জন্য সমস্যা হবে? নাকি মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার দিন থেকে শর্ত কার্যকর হবে?