আসসালামু আলাইকুম।
এক বোন পরিবারের অমতে ৬ বছর আগে বিয়ে করেন ওয়ালীর অনুপস্থিতিতে। উক্ত বিয়েতে প্রায় ১০/১২ জন স্বাক্ষী উপস্থিত ছিলো। বিয়ের পর থেকে এখন পর্যন্ত তারা আলাদা বসবাস করেন স্ব স্ব পিত্রালয়ে এবং মাঝে মধ্যে দেখা করেন ও নিয়মিতভাবে ফোনে কথা বলেন। বোনটির শ্বশুরবাডির সবাই বিয়ের বিষয়টি জানেন এবং মেনে নিয়েছেন। বোনের পিতা বিষয়টি মানতে নারাজ বলে তারা অপেক্ষা করে আছেন এতদিন ধরে পিতার সম্মতির জন্যে। বোনটির পরিবারে বিয়ের কথাটি গোপন আছে। বিবাহের সময় মেয়েটির বয়স ছিল ২২ বছর। এবং তারা উভয়ে হানাফি মাজহাবের অনুসারি।
প্রশ্ন হলো উক্ত বিবাহ কি জায়েজ হয়েছে কিনা?
দ্বিতীয়ত বর্তমানে বোনটির পরিবার যদি বিয়ে দিতে চায় তবে পুর্বের বিয়ের কথা গোপন রেখে, নতুন করে আবার একই ব্যক্তিকে বিয়ে করা যাবে কিনা? কেননা এখন আগের বিয়ের বিষয় জানলে মেয়ের পিতার সম্মতি আবারও নষ্ট হতে পারে।
জাযাকাল্লাহুল খাইরান।