শায়েখ বার বার প্রশ্ন করার জন্য দুঃখিত।যদি বিষয়টি ভালো করে একটু বুঝিয়ে বলতেন তাহলে ইন শা আল্লাহ অনেক উপকৃত হব।
১।বিয়ে করার পর যদি দেখি স্ত্রীর মধ্যে বড় শিরক/কুফুরি আকিদা আছে এবং সেটা তাকে বুঝানোর পরে সে আল্লাহর কাছে তাওবা করে তাহলে ওই বিবাহ কি হয়েছে বা বিবাহ কি টিকে আছে নাকি আবার বিবাহ করতে হবে?তাহলে এতদিন সংসার করার কারনে কি যেনার গুনাহ হয়েছে?
২।স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কেউ অনিচ্ছাকৃত ভুল করে বড় শিরক/বড় কুফুরি করে ফেলে এবং সেই ভুল বুঝার পরে যদি আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে তাহলে কি তাদের বিয়ে ঠিক থাকবে নাকি পুনরায় বিবাহ করতে হবে?
৩।আপন খালার শাশুড়ী বলতে বুঝেয়েছি যে আমার আপন খালুর মা মানে আমার মায়ের আপন বোনের শাশুড়ী। তাকে বিয়ে করা যাবে কি না?
৪।আমার আপন মা এর আপন মামা এর আপন মেয়ে তথা আমার নানির আপন ভাই এর আপন মেয়ে তাকে কি আমি বিয়ে করতে পারবো আমার জন্য তাকে বিয়ে করা কি জায়েজ?
৫।আমি যদি শুধু মনে মনে স্ত্রীকে তালাক দেই কিন্তু মুখে উচ্চারণ না করি তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে?
৬।আমি যদি আমার স্ত্রীকে বলি তোমার ভালো না লাগলে চলে যেও বা তোমার চলে যাওয়ার অধিকার আছে তাহলে কি স্ত্রী এক তালাকের মালিক হবে এখানে কী কোন নিয়ত থাকা প্রয়োজন? নাকি শুধু সরাসরি বলতে হবে যে তোমাকে এক তালাকের অধিকার দিলাম তাহলে স্ত্রী এক তালাকের মালিক হবে? যদি বিষয়টি বুঝিয়ে বলতেন।
৭।এখন আমি একটি কোর্স করতে চাচ্ছি এখন সেখানে টাকা দিতে হবে এই নিয়মে যে ঃ
ক/ প্রথম নিয়ম শুধু কোর্স করলে আনুমানিক ১০০০০ হাজার টাকা দিতে হবে এটা কি হালাল হবে?
ক/ আরেকটা নিয়ম তারা কোর্স এর সাথে চাকরিও কথা বলে এতে করে তাদেরকে আনুমানিক ১৫০০০ হাজার টাকা দিতে হবে এটা কি হালাল হবে?
এই দুইটার মধ্যে কোনটা হালাল হবে আর কোনটা হারাম হবে যদি একটু বলতেন।