আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
308 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (-1 points)
closed by
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাইখ

আমি ২ বছর আগে একটা স্বপ্ন দেখি। যা এখনো আমার হুবহু স্বরণ আছে। দয়া করে এটার ব্যাখ্যা জানাবেন। স্বপ্নটি হলো-

একদিন সন্ধায় আমি আমাদের বাসার ড্রয়িং রুমের গেটের কাছে থেকে দেখি একজন লোক তার মেয়েকে সাথে নিয়ে আমাদের বাসায় এসেছেন। অপরিচিত হওয়ায় আমি ভিতরে না যেয়ে নিজের রুমে চলে আসি। এর কিছুক্ষণ পর উক্ত লোক আমার রুমে আসেন। এরপর পায়ের দিকে তাকিয়ে দেখেন আমার প্যান্ট গোড়ালির উপরে তোলা, এতে তিনি  বেশ খুশি হয়ে আমাকে সাবাসি দেন। এরপর বলেন, আমার ডাক্তার-ইঞ্জিনিয়ার ছেলে চায়না, তোমার মতো দ্বীনদার ছেলে চায় জামাই হিসেবে। এরপর উনি বলেন, নামাজে রুকুর সময় তোমার পিঠ পুরোপুরি সোজা হয় না। এরপর উনি আমার বিছানায় উঠে পূর্ব দিকে মুখ করে রুকু করে দেখান আর বলেন এভাবে করবে আজ থেকে। এরপর উনি ড্রয়িং রুমে চলে যান। এর কিছুক্ষণ পর আমি সেই রুমে যেয়ে দেখি উনি সোফায় বসে আছেন উনার পাশে উনার মেয়ে বসে পুরোপুরি শরঈ পর্দা করে, এমনকি তার চোখও ঢাকা। তখন জানতে পারি উনি মেয়ের বিয়ের জন্য আমাকে দেখতে আসছেন। এরপর স্বপ্ন শেষ হয়ে যায় ।

তবে অবাক করার বিষয় হচ্ছে, তখন আসলেই রুকুতে আমার পিঠ সোজা হতো না পুরোপুরি। পরে এক বন্ধু সেটা শুধরিয়ে দেয় আমাকে।
শাইখ এটার ব্যাখ্যা জানালে উপকৃত হতাম।
closed

1 Answer

+1 vote
by (601,170 points)
selected by
 
Best answer

জবাবঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)

আপনার এ স্বপ্নটা আল্লাহর তরফ থেকে ছিলো।আল্লাহর তরফ থেকে ইশারা করা হচ্ছে,আপনি দ্বীনকে পুরোপুরি ফলো করছেন,তবে কিছু ঘাটতি রয়েছে,যা আপনার দৃষ্টিগোচর হচ্ছে না।আপনি বিজ্ঞজন থেকে ভালভাবে দ্বীনকে শিখার চেষ্টা করবেন।এবং সেই জ্ঞান অনুযায়ী আ'মল করার চেষ্টা করবেন।তবেই আপনি জান্নাতে যাবেন।হুরপরীদের সাথে সেখানে আপনার সাক্ষাৎ ঘটবে।

তাছাড়া স্বপ্নে কনে বা বর দেখার অর্থ হলো,স্বপ্ন প্রদর্শকের রিযিক প্রশস্ত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...