শাইখ
১|নাপিতের ঘরভাড়ার বেতন পেয়ে ওই টাকায় চাউল খেলে কি ইবাদত কবুল হবে?
যেহেতু সে টাকাটি ইনকাম করেছে মুসলমানের দাড়ি ছেছে,এই সমস্যার শরয়ী সমাধান কি?
২| অনেক মানুষ নামাযের বৈঠকে খালি শাহাদাত আঙ্গুল উঠিয়ে রাখে,তারা যে এটি করে,এটি কোন হাদীসের আলোকে করে,আমি জানতে চাই।এটা মানা যাবে কি না?
৩| আবার অনেক মানুষ শাহাদাত আঙ্গুল খালি উঠায় আবার নামায়,মানে স্থির নয়,তারা এটি কোন হাদীসের আলোকে করে,আমি জানতে চাই?এটি কি মানা যাবে?
৪|আবার কিছু মানুষ নামাযের বৈঠকে এক বার শাহাদাত আঙ্গুল উঠিয়ে আবার নামিযে ফেলে,তারা এটি কোন হাদীসের আলেকে করে,আমি এটি জানতে চাই,এটি কি মানা যাবে?
৫|বৈঠকে আমাদের নবী কোথায় দৃষ্টি রাখতে?হাদীস কি বলে এটি নিয়ে?