জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
একমাত্র মহান আল্লাহ তায়ালাই চিরঞ্জীব, অন্য কেহই চিরঞ্জীব নন।
তবে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামীন কাউকে পুনরায় জীবন দান করে তার জীবিত থাকার ঘোষণা কুরআন কারীমে দিয়েছেন।
যেমন শহীদ দের ব্যাপারে আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ لَا تَحۡسَبَنَّ الَّذِیۡنَ قُتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اَمۡوَاتًا ؕ بَلۡ اَحۡیَآءٌ عِنۡدَ رَبِّہِمۡ یُرۡزَقُوۡنَ ﴿۱۶۹﴾ۙ
আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না; বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা জীবিকাপ্রাপ্ত।
(সুরা আল ইমরান ১৬৯)
এখানে কেহই বলবেনা যে শহীদ গন মারা যাননি,তারপরেও আল্লাহ তায়ালা তাদের জীবিত বলতে বলেছেন।
এর দ্বারা (শহীদদের জীবিত বলার দ্বারা) যেমন শিরক হয়না,তেমনই রাসুলুল্লাহ সাঃ মারা গিয়েছেন, তবে তিনি কবরে জীবিত রয়েছেন তার মানে কবরে আল্লাহ তায়ালা তাকে জীবন দান করেছেন।
সুতরাং এতেও শিরক হবেনা।
রাসুলুল্লাহ সাঃ নিশ্চিত মৃত্যুবরম করেছেন,যেটি নিম্নোক্ত হাদীস দ্বারা প্রমানীত, সুতরাং একমাত্র আল্লাহউ চিরঞ্জীব।
হাদীস শরীফে এসেছেঃ
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، قَالَ قَالَ مَعْمَرٌ وَيُونُسُ قَالَ الزُّهْرِيُّ وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ أَنَّ أَبَا بَكْرٍ أَقْبَلَ عَلَى فَرَسٍ مِنْ مَسْكَنِهِ بِالسُّنُحِ حَتَّى نَزَلَ فَدَخَلَ الْمَسْجِدَ فَلَمْ يُكَلِّمِ النَّاسَ حَتَّى دَخَلَ عَلَى عَائِشَةَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُسَجًّى بِبُرْدٍ حِبَرَةٍ فَكَشَفَ عَنْ وَجْهِهِ ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ فَبَكَى ثُمَّ قَالَ بِأَبِي أَنْتَ وَاللَّهِ لاَ يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ أَبَدًا أَمَّا الْمَوْتَةُ الَّتِي كَتَبَ اللَّهُ عَلَيْكَ فَقَدْ مُتَّهَا .
সুওয়ায়দ (রহঃ) ... আবূ সালামা (রাঃ) থেকে বর্নিত যে, আয়িশা (রাঃ) তাকে বর্ণনা করেছেন যে, আবূ বকর (রাঃ) তার “সুনহা” নামক স্থানের বাসস্থান থেকে একটি ঘোড়ায় আরোহন করে এসে অবতরণ করলেন এবং মসজিদে প্রবেশ করলেন-তিনি কারো সাথে কোন কথাবার্তা না বলে আয়িশা (রাঃ)-এর কাছে গেলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইয়ামানী চাদরে ঢাকা ছিলেন। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুখমন্ডল থেকে তা খুলে ফেলে ঝুঁকে পড়ে তাঁকে চুমু খেলেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আপনার উপর আমার মাতা-পিতা কুরবান হোক, আল্লাহর শপথ! আল্লাহ তা’আলা আপনাকে কখনো দু’বার মৃত্যু দান করবেন না। যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা আপনি বরণ করে নিয়েছেন।
(বুখারী শরীফ ১২৪২, নাসাঈ শরীফ ১৮৪১)